• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শুক্রবার পর্যম্ত ভেজা বসন্ত

নিজস্ব প্রতিনিধি — দুদিন ধরে ছিল আকাশের মুখ ভার৷ মঙ্গলবার রাত থেকেই অসময়ের বৃষ্টি ভিজিয়ে দিল বসন্তকে৷ থামিয়ে দিল কোকিলের কুহুতান, ঝরিয়ে দিয়ে আমের মুকুল৷ ভেজা মাটিতে নেতিয়ে পড়ে রইল রক্তপলাশ৷ বসন্ত যেন একরাশ অভিমান নিয়ে একপাশে পড়ে রইল চোখের জল ঝরিয়ে৷ বুধবার সারাদিন আকাশে সূর্যের দেখা মিলল না৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত কাটছে

নিজস্ব প্রতিনিধি — দুদিন ধরে ছিল আকাশের মুখ ভার৷ মঙ্গলবার রাত থেকেই অসময়ের বৃষ্টি ভিজিয়ে দিল বসন্তকে৷ থামিয়ে দিল কোকিলের কুহুতান, ঝরিয়ে দিয়ে আমের মুকুল৷ ভেজা মাটিতে নেতিয়ে পড়ে রইল রক্তপলাশ৷ বসন্ত যেন একরাশ অভিমান নিয়ে একপাশে পড়ে রইল চোখের জল ঝরিয়ে৷ বুধবার সারাদিন আকাশে সূর্যের দেখা মিলল না৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আপাতত কাটছে না দুর্যোগের মেঘ৷

ক্যালেন্ডারের পাতায় চৈত্র৷ কাজেই এইসময় বসন্তের ফুরফুরে হাওয়া বইবে, এমনটাই তো স্বাভাবিক৷ কিন্ত্ত তা না হয়ে দেখা যাচ্ছে, রোজই অসময়ের বৃষ্টিতে ভেজা বসন্ত কেমন মনমরা হয়ে রয়েছে৷ এক কারণ অবশ্য নিম্নচাপ৷ নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমান ঝাড়খণ্ড থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ ভূপৃষ্ঠ থেকে সামান্য উপরে অবস্থান করছে এই অক্ষরেখা৷ যা জলীয় বাষ্পকে ওপরে উঠতে সাহায্য করছে৷ নিম্নচাপের প্রভাবে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিবাদল চলবে৷

বুধবার আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি চলবে৷ শুধু কলকাতাই নয়, তিলোত্তমার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণি এবং উত্তরবঙ্গে৷ আবহাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গেরে জেলাগুলিতে বজ্রবিদু্যৎসহ বৃষ্টির পাশাপাশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ তবে শনিবার থেকে রাজ্য জুড়ে ফের তাপমাত্রা বদলের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর৷ সেই হিসেবে দোলযাত্রার আগে শনিবার থেকে ফের ‘হাওয়াবদল’ হবে৷ তখন গেয়ে উঠত হবে, ‘আজি দক্ষিণি সমীরে, দোলা লাগিল বনে বনে’৷ কিন্ত্ত রঙের ঝরনা ঝরার আগে শুক্রবার পর্যন্ত বৃষ্টিই ঝরবে, এমটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর৷

এদিক বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা৷ টানা দু-তিন দিন বৃষ্টির জেরে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম৷ সর্বোচ্চ তাপমাত্রা আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে৷ তবে এই সর্বোচ্চ তাপমাত্রা শুক্রবার থেকে বাড়তে শুরু করবে৷ শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসও৷

আজ বৃহস্পতিবারও উত্তর চব্বিশ পরগণা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদু্যৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ শুধু দক্ষিণবঙ্গই না, আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও৷