• facebook
  • twitter
Saturday, 28 December, 2024

এবার ঘিঞ্জি এলাকাতেও ঢুকবে দমকলের গাড়ি, বড় উদ্যোগ রাজ্যের

সম্প্রতি শহর কলকাতায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখা গিয়েছে, ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা।

সম্প্রতি শহর কলকাতায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেখা গিয়েছে, ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় সমস্যায় পড়েছেন দমকলকর্মীরা। কয়েক মাসের মধ্যে তপসিয়া ও নিউ আলিপুরের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। এলাকাগুলি ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থল পর্যন্ত নিয়ে যেতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল দমকল কর্মীদেরও।

গত কয়েক বছরে বেশ কয়েকবার এই জাতীয় ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকার কারণে দেরিতে ঘটনাস্থলে পৌঁছলে একদিকে যেমন অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি বেড়ে যাচ্ছে, ঠিক তেমনই এলাকাবাসীর বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে। পরিস্থিতির মোকাবিলায় এবার বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। দমকলের ১৫টি ছোট গাড়ি কিনছে রাজ্য। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে। দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, অনেক জায়গাতেই দমকলের বড় গাড়ি ঢুকতে পারে না। সেজন্য আড়াই হাজার লিটার জলধারণ ক্ষমতার ১৫টি ছোট গাড়ি কেনা হচ্ছে।

দমকল সূত্রে খবর, ছোট-বড় মিলিয়ে মোট ৭৫টি নতুন ফায়ার টেন্ডার কিনছে রাজ্য। এই মুহূর্তে বাংলায় ১৬৪টি দমকল কেন্দ্র রয়েছে। এই সংখ্যাটা ২০০-তে নিয়ে যাওয়ার টার্গেট রয়েছে নবান্নর। শীঘ্রই জঙ্গিপুর ও পূর্ব বর্ধমানে আরও দুটি ফায়ার স্টেশন খোলা হচ্ছে।

সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে দমকল দফতরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। দমকল দপ্তরে নিয়োগের জন্য ২৬৪টি নতুন করে পদ তৈরি করা হয়েছে। রাজ্যজুড়ে নতুন করে ৬টিরও বেশি দমকল কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সেই দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের পাশাপাশি অন্যান্য দমকল কেন্দ্রগুলিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।