• facebook
  • twitter
Monday, 31 March, 2025

সাড়ে ৯ কোটি ব্যয়ে ৬টি বিলাসবহুল ভলভো বাস কিনল রাজ্য

দূরপাল্লার বাসযাত্রীদের জন্য সুখবর। ৬টি বিলাসবহুল ভলভো বাস কিনল রাজ্য। এর জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা।

দূরপাল্লার বাসযাত্রীদের জন্য সুখবর। ৬টি বিলাসবহুল ভলভো বাস কিনল রাজ্য। এর জন্য খরচ হয়েছে প্রায় সাড়ে ৯ কোটি টাকা। রাজ্য পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, একেবারে সাম্প্রতিক মডেলের ৯৬০০ ভলভো বাস কেনা হয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বেসরকারি অপারেটর ইতিমধ্যেই এই বাস চালাচ্ছে। তবে রাজ্য পরিবহন নিগম এই প্রথম এই মডেলের বাস কিনল। একাধিক দূরপাল্লার রুটে দ্রুত পরিষেবায় যুক্ত করা হবে এই ৬টি বিলাসবহুল ভলভো বাস।

কলকাতা শিলিগুড়ি, কলকাতা-দুর্গাপুর, কলকাতা-পুরী, কলকাতা-দিঘা সহ বিভিন্ন রুটে ৯৬০০ ভলভো মডেলের বাস চালায় বেসরকারি পরিবহন সংস্থাগুলি। বরাবরই যাত্রীদের কাছে পছন্দের প্রথম সারিতে থাকে ভলভো বাস। কলকাতা-শিলিগুড়ি রুটে এই বাসের ভাড়া ৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছে যায়। অবশ্য চাহিদা কম থাকলে ভাড়া দু’হাজারের নীচেই থাকে। রাজ্য পরিবহন বিভিন্ন রুটে নতুন ভলভো বাস চালালে যাত্রীরা অনেক কম খরচেই গন্তব্যে পৌঁছতে পারবেন।

অবশ্য শুরু বিভিন্ন রুটে যাত্রী পরিবহনেই নয়, এই বাসগুলি ভাড়াও দেওয়া হবে। অনেক সময়েই বিভিন্ন কর্পোরেট সংস্থা এই ধরনের বিলাসবহুল বাস ভাড়া করার আবেদন নিয়ে এসেছে পরিবহন দফতরের কাছে। কিন্তু দপ্তরের এই ধরনের বাস না থাকায় সেই সব কর্পোরেট সংস্থার সঙ্গে ব্যবসা করার সুযোগ হাতছাড়া হয়েছে পরিবহন নিগমের। সেই ঘাটতিও মিটতে চলেছে। অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশি আরামদায়ক, তেমনই নিরাপত্তাও অনেকটা বেশি।

শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে। প্রতিটি বাসের এক বছরের ওয়ারেন্টি রয়েছে। এর পাশাপাশি প্রতি বাসের দু’বছর পর্যন্ত অথবা ৬ লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে চালক ও কন্ডাক্টরের বসার আসন ছাড়া এক একটি বাসে আসন সংখ্যা হল ৪৩। সূত্রের খবর, এত টাকা ব্যয়ে বিলাসবহুল বাস কেনায় সেগুলির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দূরপাল্লার যেসব রুটে চাহিদা বেশি, সেইসব রুটেই এই বাসগুলি বণ্টন করা হবে। এখনও পর্যন্ত রুট চূড়ান্ত হয়নি। কলকাতা-শিলিগুড়ি, কলকাতা-দিঘা, কলকাতা-মায়াপুর, কলকাতা-পুরুলিয়ার মধ্যেই দেওয়া হবে এই বাস। এছাড়াও কলকাতা-বারুইপুর, করুণাময়ী-আসানসোল, কলকাতা- বকখালি, করুণাময়ী-সিউড়ি ও বারুইপুর-তারাপীঠ রুট নিয়ে চিন্তাভাবনা করছে পরিবহন দপ্তর।