পরাধীন ভারতে নিচু তলার ভারতীয় পুলিশ কর্মীদের অভাব-অভিযোগ, দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে যে ‘বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন’-এর সৃষ্টি হয়েছিল, ১০৬ বছরের পা দিল সেই ‘প্রাচীনতম’ অ্যাসোসিয়েশন। ১৯২০ সালের ২৭ জানুয়ারি ‘বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশন’-এর সৃষ্টি হয়, যা পরে নাম পরিবর্তিত হয়ে ‘পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন’ নামে পরিচিত হয়। যখন এই অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল, তখন এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য ছিল সাধারণ নিচু তলার ভারতীয় পুলিশকর্মীদের দাবি-দাওয়া অভাব-অভিযোগের প্রতিকার করা। এতদিন পরেও অ্যাসোসিয়েশন তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। এখনও অ্যাসোসিয়েশন পুলিশ কর্মীদের বিভিন্ন সমস্যার সুরাহা করার চেষ্টা করে, তা জানালেন সাধারণ সম্পাদক বিজিতাশ্ব রাউত। তিনি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনারও।
সোমবার এই অ্যাসোসিয়েশনের ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি শাখা অফিসে পালন করা হয় এই দিনটি। এই অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আওতায় ৮৩ টি শাখা সংগঠন রয়েছে। এদিন প্রতিটি শাখা সংগঠনের অফিসেই পতাকা উত্তোলন, রক্তদান শিবির, মিষ্টি বিতরণ, আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। প্রতিটি আলোচনা সভা থেকেই এই অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পুলিশ কর্মীদের সঙ্ঘবদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন, যাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ উপকৃত হন। কর্মকর্তাদের মতে, এই অ্যাসোসিয়েশনের লক্ষ্য যেমন পুলিশ কর্মীদের মঙ্গলসাধন করা, তেমনি আবার সাধারণ মানুষ যাতে পুলিশ কর্মীদের কাছে যথাযথভাবে উপকার পায় সেদিকেও নজর রাখা। পরবর্তী সময়েও কর্মীরা কেন এই পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যপদ গ্রহণ করবেন, সেই বিষয়টিও স্পষ্ট করার চেষ্টা করা হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা প্রায় ৩৭ হাজার। এই অ্যাসোসিয়েশনের জন্মের পরে কেবলমাত্র ডিএসপি এবং ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকেরাই এর সদস্যপদ পেতেন। কিন্তু বর্তমানে কনস্টেবল থেকে ডিএসপি পদমর্যাদার পুলিশকর্মীরা এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারেন। অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানালেন, পুলিশকর্মীরা ভোটাধিকার প্রয়োগ করে জেলা শাখা ও কেন্দ্রীয় শাখার কর্মকর্তাদের নির্বাচিত করেন। বাৎসরিক চাঁদা প্রদানের মাধ্যমে এই সংগঠনের সদস্যপদ গ্রহণ করা যায়।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের পতাকা উত্তোলন এবং এই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা রায়বাহাদুর শ্রীশচন্দ্র কাঞ্জিলালের মূর্তিতে মাল্যদান করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজিতাশ্ব রাউত। অ্যাসোসিয়েশনের কাজকর্ম সম্পর্কে তিনি বিশদভাবে জানান।