সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে এক নাবালিকার। এমনই অভিযোগ তুলে ওই হাসপাতালেরই এক ডাক্তার শুভম সব্রেওয়ালকে কাঠগড়ায় তুলেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। তাঁদের স্পষ্ট বক্তব্য, এই ডাক্তারের এমন অমানবিক এবং স্বার্থপর আচরণের জন্য তাঁকে কঠোর শাস্তি দিতে হবে।
ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। সাগর দত্ত হাসপাতালে সাইকিয়াট্রিক বিভাগের মহিলা ওয়ার্ডে ভর্তি হয় ১৬ বছরের রিম্পা পাল। কিন্তু জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের দাবি, ওই বিভাগের ডাক্তার হয়েও রোগীকে দেখা তো দূর, হাসপাতালেও ছিলেন না শুভম সব্রেওয়াল। শেষে নাবালিকার মৃত্যু ঘটে। এই ঘটনায় তাঁদের নিশানায় এই ডাক্তার।
জুনিয়র অ্যাসোসিয়েশনের আরও বক্তব্য, সেদিন হাসপাতালে উপস্থিত না থাকা এবং রোগীর চিকিৎসা না করার জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডাঃ কাবেরী ভট্টাচার্য ওই ডাক্তারকে শোকজ করেছিলেন এবং এমন দায়িত্বজ্ঞানহীন কাজের কারণ ব্যাখা করতে বলেছিলেন। এই নোটিসই প্রমাণ করে ওই ডাক্তার দোষী। তাই তাঁর কড়া শাস্তির দাবি করেছে জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন।
পাশাপাশি অ্যাসোসিয়েশন শুভম সব্রেওয়ালের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে , এই ডাক্তার একদিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রিক বিভাগের সিনিয়র রেসিডেন্ট পাশাপাশি, ডক্টরস ফ্রন্টের প্রথম সারির নেতা! অন্যদিকে, সাগর দত্ত মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টরসদের লিগ্যাল এডভাইজারও। তাঁর বিরুদ্ধে বেআইনি প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগও উঠে এসেছে। দাবি, প্রাইভেট প্র্যাকটিসের জন্য অনলাইনে বুকিংও নিয়ে থাকেন এই ডাক্তার।
পাল্টা ডক্টরস ফ্রন্টও দাবি, ঘটনার যথাযথ তদন্ত করে এই অভিযুক্ত ডাক্তারকে শাস্তি দিতে হবে।