• facebook
  • twitter
Thursday, 17 April, 2025

বিদ্যুতেও সেরা বাংলা, উচ্ছ্বসিত মমতা

এ বার বিদ্যুতেও সেরার শিরোপা পেয়েছে বাংলা। এই নিয়ে শুক্রবার এক্স হ্যান্ডলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বার বিদ্যুতেও সেরার শিরোপা পেয়েছে বাংলা। এই নিয়ে শুক্রবার এক্স হ্যান্ডলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘ফের একবার আমরাই সেরা। মমতা জানিয়েছেন, কার্যক্ষম দক্ষতা অর্থাৎ প্ল্যান্ট লোড ফ্যাক্টর (পিএলএফ)–এর উপর ভিত্তি করে সম্প্রতি ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র‍্যাঙ্কিং ঘোষণা করেছে। সেই তালিকায় শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি প্রথম দশে বাংলার আরও ৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থান পেয়েছে।

২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ ডব্লুবিপিডিসিএল–এর সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রকে দেশের সেরা কার্যক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে। এর কার্যক্ষম দক্ষতা অর্থাৎ পিএলএফ হল ৯৪.৩৮ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র (পিএলএফ ৯৩.৩ শতাংশ), চতুর্থ স্থানে রয়েছে সাগরদিঘি (পিএলএফ ৯০.৮৬ শতাংশ)। তালিকার নবম স্থানে রয়েছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর পিএলএফ ৮৯.৬২ শতাংশ। অন্যদিকে, দেশের মধ্যে সেরা কোম্পানির শিরোপা পেয়েছে ডব্লুবিপিডিসিএল। এই কোম্পানি এনটিপিসি, ডিভিসি, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার–এর মতো কোম্পানিকে ছাপিয়ে গিয়েছে। ডব্লুবিপিডিসিএলের মোট পিএলএফ ৮৮.৯ শতাংশ।

এ বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মমতা বলেছেন, ‘কর্মীদের নিরন্তর পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। কাজের মাধ্যমে নিজেদের সেরাটা বের করে আনার জন্য এবং রাজ্যকে গর্বিত করার জন্য শুভেচ্ছা জানাই।” রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, মুখ্যমন্ত্রীর নিরন্তর নির্দেশনা এবং সহায়তার কারণেই রাজ্যের এই সাফল্য সম্ভব হয়েছে।