সাইবার সচেতনতা বাড়াতে কমিক্স বই প্রকাশ রাজ্যের

সাইবার সচেতনতা বাড়াতে এবার কমিক্স বই প্রকাশ করল রাজ্য সরকার। ‘সাইবারের সম্মোহন’ নামকে ওই বইতে বিভিন্ন সাইবার প্রতারণা ও সেগুলি থেকে বাঁচার উপায় সংক্রান্ত তথ্য রয়েছে কমিক্সের আকারে। মঙ্গলবার বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সাইবার সচেতনতা বিষয়ক ডিজিটাল অ্যাপও চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

বাবুল সুপ্রিম বলেন, ডিজিটাল অ্যারেস্টের মতো বিভিন্ন সাইবার প্রতারণার থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে রাজ্য সরকার সচেতনতা বাড়ানোর উপর জোর দিচ্ছে। বাচ্চা থেকে বয়স্ক সকলকে সচেতন করা হবে কার্টুনের মাধ্যমে। সম্প্রতি কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের প্রায় ৩ হাজারের বেশি কর্মীকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে সাইবার সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম কমাতে মানুষকে সচেতন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দুটি বইয়ের প্রথমটিতে যে সমস্ত অধ্যায় রয়েছে, সেগুলি হল – ফেসবুকের ফাঁদে, ব্যাংক থেকে বলছি, ওটিপিতে অতি লোভ, বেচারা বেচারাম, কুরিয়ার কাহিনী, ক্রেডিট পয়েন্ট কেলেঙ্কারি, জুস জ্যাকিংয়ে জেরবার, বিলেতি বন্ধু? ছদ্দবেশী, মডেলিংয়ে মামদোবাজি, প্রজাপতি প্রতারণা, ফিসের ফোঁস ফোঁস। আর দ্বিতীয়টিতে বিদ্যুৎ বিভ্রাট, ঋণ রহস্য, আসল নকল, বাড়ি বসে বড়লোক, চাকরিটা আমি পেয়ে গেছি, ফাঁকা টাকা, হাত বাড়ালেই বন্ধু? বসন্ত বিলাপ, ছুটিতে ছুটোছুটি, বিটকয়েনের বিড়ম্বনা, 5G’র ফাঁদে, মায়ের খেলা নামক অধ্যায় রয়েছে।


প্রাথমিকভাবে প্রত্যেক বিধায়ককে দুটি করে বই দেওয়া হবে। আইটি দপ্তর সূত্রে খবর, কীভাবে মানুষ সচেতন হবেন এবং বাঁচবেন সাইবার প্রতারণার হাত থেকে, মূলত সেই দিশাই দেখানো হয়েছে বইদুটিতে। আইটি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয় বইয়ের পাশাপাশি চিঠিও দিয়েছে প্রত্যেক বিধায়ককে। কেন এই বই তাদের দেওয়া হচ্ছে, তা লেখা আছে ওই চিঠিতে।