• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

পশ্চিমবঙ্গ বিধানসভাও ওয়াকফ সম্পত্তি, ভাড়া মাত্র ১০০ টাকা: অধীর

ওয়াকফ সম্পত্তি নিয়ে সংসদে লড়াইয়ের নামে তৃণমূল দ্বিচারিতা করছে বলে অভিযোগ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি।

ফাইল চিত্র

ওয়াকফ সম্পত্তি নিয়ে সংসদে লড়াইয়ের নামে তৃণমূল দ্বিচারিতা করছে বলে অভিযোগ করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী । তাঁর অভিযোগ, ‘সংসদে তৃণমূলের সাংসদরা ওয়াকফ নিয়ে বড় বড় কথা বলে, আর বাংলায় ওয়াকফ সম্পত্তি লুট চলছে!’ তাঁর কথায, পশ্চিমবঙ্গে সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী রাজ্যে ১ লক্ষ ৪৮ হাজার ২০০টি ওয়াকফ প্রোপার্টি আছে। যার অন্যতম হল পশ্চিমবঙ্গে বিধানসভা। শুনলে অবাক হয়ে যাবেন এই ২০২৫ সালে পশ্চিমবঙ্গ বিধানসভার মতো একটা জায়গার ভাড়া মাত্র ১০০ টাকা!

অধীরের অভিযোগ, ওয়াকফ সম্পত্তি নিয়ে বিস্তর দুর্নীতি হচ্ছে। তদন্ত হলেই সবটা সামনে আসবে। বিজেপি এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে সাম্প্রদায়িক বিভাজনের অভিযোগেও সরব হয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, ‘বাংলায় ভোটের আগে গোর্খাল্যান্ড জেগে ওঠে, ভোট গেলে ঘুমিয়ে পড়ে! আগে এনআরসি ছিল! এখন তো আরও বড় বড় জিনিস চলে এসেছে। সাম্প্রদায়িক বিভাজনের জন্য রাম নবমী তো আছেই। এখন আবার ওয়াকফ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে আপনি হিন্দু না মুসলমান, আপনার সেই পরিচয়ও ঠিক করবে রাজনৈতিক দল। বাংলা তথা ভারতে এর চেয়ে দুর্ভাগ্যের আর কী বা হতে পারে!’