ভোটের সঙ্গে সঙ্গে গত বেশ কিছুদিন ধরেই কলকাতায় পারদ চড়ছে হুহু করে।ফণীর প্রভাবে অল্পবিস্তর বৃষ্টি হলেও গরম কমেনি একটুও।তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতা।ছুটি পড়ে গেছে স্কুলগুলোতেও আলিপুর আবহাওয়া দফতর গত সপ্তাহের শুরুতে জানিয়েছিল যে তাপমাত্রা বাড়লেও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।
তবে এই সপ্তাহের শুরুতেই রয়েছে সুখের খবর।রবিবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার বিকেলে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তবে এই কালবৈশাখী কতটা স্বস্তি দিতে পারবে তা দেখার বিষয়।
যদিও আজ সকাল থেকে দাবদাহ কমেনি একটুও, রোদও রয়েছে পুরোমাত্রায়। আবহাওয়া দফতর সূত্রে খবর আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯১ শতাংশ, ন্যূনতম ৬০ শতাংশ।