• facebook
  • twitter
Friday, 20 September, 2024

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজবে উত্তরও

আজ, রবিবার দক্ষিণে গরমের দাপট থাকবে। সোমবার সকাল থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। টানা বুধবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। 

তীব্র গরমের মধ্যেই সুখবর। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। আজ, রবিবার দক্ষিণে গরমের দাপট থাকবে। সোমবার সকাল থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। টানা বুধবার পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টি চলবে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও।

সোম রাতে এবং মঙ্গলবার দিনভর বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। বুধবারও বৃষ্টি চলবে। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারও এই জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলায়। বৃষ্টিতে ভিজবে উত্তরও। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলা ভিজতে পারে মঙ্গলবার।