বেলগাছিয়ায় দলীয় পতাকা নিয়ে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মঙ্গলবার পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়ান কংগ্রেসের নেতা-কর্মীরা। প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, যাতে গোটা পরিস্থিতি প্রকাশ্যে না আসে সেই কারণেই বাধা দেওয়া হচ্ছে। পুলিশের বক্তব্য, দলীয় পতাকা থাকায় অনুমতি দেওয়া যায়নি শুভঙ্করবাবুদের। পরে অবশ্য কংগ্রেসের প্রতিনিধি দল এলাকায় যায়।
মঙ্গলবার সকালে বেলগাছিয়া যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে ছিলেন দলের নেতা-কর্মীরা। পুলিশি বাধার মুখে পড়ে ক্ষোভ উগড়ে দেন শুভঙ্কর। তিনি বলেন, ‘পুলিশের আধিকারিকরা তো চাকরি করেন। নবান্ন বেশি দূর নয়। যারা দাঁড়িয়ে আছেন আমাকে আটকানোর জন্য, তাঁরা যদি আমাকে অ্যালাউ করেন, তাহলে তাঁদের কাল বদলি করে দেওয়া হবে।’ অন্যদিকে পুলিশের বক্তব্য, কংগ্রেস কর্মীরা ত্রাণের কথা বললেও আসলে তাঁরা ত্রাণ নিয়ে যাননি। তাঁরা দলীয় পতাকা নিয়ে এলাকায় ঢুকতে চেয়েছিলেন। সেই কারণেই তাঁদের বিপর্যস্ত এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
শুভঙ্কর সরকার সামাজিক মাধ্যমে লিখেছেন, কংগ্রেসের এক প্রতিনিধি দল হাওড়ার বেলগাছিয়া অঞ্চল পরিদর্শনে যায়। ধ্বসে বিধ্বস্ত, গৃহছাড়া পরিবারগুলির সঙ্গে দেখা করেন তাঁরা। দুর্গত মানুষদের হাতে খাদ্য সামগ্রী এবং পানীয় জল তুলে দেওয়া হয়। এদিন হাওড়া এবং বালি পুরসভায় নির্বাচনের দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। রাজ্য নির্বাচন কমিশনের সচিবের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।
ধাপা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভঙ্কর সরকার। তিনি বলেন, ‘বেলঘড়িয়া এক্সপ্রেস হাইওয়ে এবং সায়েন্সসিটি-মাঠপুকুর ধাপা অঞ্চলে যে ভয়াবহ পরিস্থিতি, তাতে যে কোনও দিন ওই জায়গাগুলোতেও বেলগাছিয়ার মতো ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সব কিছু দেখেশুনেও নির্বাক প্রশাস-অবাক সরকার-অসহায় মানুষ!’