মেদিনীপুরে নির্বাচনী পথসভায় বিজেপিকে তোপ দাগলেন রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো

নির্বাচনী পথসভায় শ্রীকান্ত মাহাতো। নিজস্ব চিত্র।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরার সমর্থনে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। তিনি ওই পথসভায় তার বক্তব্যের মাধ্যমে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন।

 

তাঁর বক্তব্য, জাত পাত ধর্মের নামে গোটা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বিজেপি। সারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার। যারা বাংলার উন্নয়নকে ভালো চোখে দেখেনি, বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়ার চক্রান্ত করে, যারা ১০০ দিন প্রকল্পের কাজ বন্ধ করে দিয়ে শ্রমিকদের পেটে লাথি মারে সেই বিজেপি কে ভোট দেওয়ার আগে ঐতিহাসিক মেদিনীপুর শহরের বাসিন্দাদের কাছে তিনি একটু ভেবে দেখার আবেদন জানান।


 

তিনি আরও বলেন, মেদিনীপুর এর মাটি স্বাধীনতা আন্দোলনের মাটি। ক্ষুদিরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , হেমচন্দ্র কানুনগো, মাতঙ্গিনী হাজরা, বীরেন্দ্রনাথ শাসমল, বিমল দাশগুপ্তের মতো বহু মনীষী ও স্বাধীনতা সংগ্রামীরা জন্মগ্রহণ করে ছিলেন। সেই মেদিনীপুরকে অশান্ত করার জন্য চক্রান্ত করছে বিজেপি। তাই আগামী ১৩ ই নভেম্বর শান্তি ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে তিনি রাজনৈতিকভাবে কংসাবতী নদীর জলে বিসর্জন দেওয়ার আহ্বান জানান। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরাকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আশীর্বাদ করার জন্য তিনি মেদিনীপুর শহরবাসীর কাছে আবেদন জানান। তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির শহর হল ঐতিহাসিক মেদিনীপুর শহর। তাই মেদিনীপুর শহরের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে অব্যাহত রাখার জন্য তিনি সকলের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।