সান্দাকফু যেতে ডাক্তারের সার্টিফিকেট বাধ্যতামূলক করছে সরকার

সান্দাকফুতে একের পর এক পর্যটকের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। এবার সান্দাকফু যেতে মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক করতে চলেছে দার্জিলিং জেলা প্রশাসন। এই সার্টিফিকেট ছাড়া কোনওভাবে পৌঁছানো যাবে না পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গে। সান্দাকফু ট্রেকে গিয়ে গত কয়েক বছরে শ্বাসকষ্টজনিত সমস্যা প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন।

খোদ দার্জিলিংয়ের জেলাশাসক সান্দাকফু ট্রেক সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করেছেন বলে প্রশাসন সূত্রে খবর। সান্দাকফু ভ্রমণের আগে পর্যটকদের কী কী করণীয়, সেই নিয়ে নির্দেশিকা তৈরি করেছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। কয়েক দিনের মধ্যে এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করবে জেলা প্রশাসন।

ভারতে ১০ হাজার ফুটের থেকে বেশি উচ্চতায় ট্রেক করতে হলে মেডিক্যাল সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। তবে এই নিয়মের ব্যতিক্রমও ছিল। একমাত্র সান্দাকফু মেডিক্যাল সার্টিফিকেট ছাড়াই পৌঁছান যেত। ১২ হাজার ফুট উচ্চতাতে মেডিক্যাল সার্টিফিকেট ছাড়া পৌঁছানোর কারণেই বারবার বিপত্তি ঘটছে বলে মনে করছেন চিকিৎসকেরা।


সান্দাকফু ট্রেকের ক্ষেত্রে সাধারণত মানেভঞ্জন থেকে যাত্রা শুরু করেন পর্যটক ও অভিযাত্রীরা। সূত্রের খবর, সান্দাকফুতে মেডিক্যাল সার্টিফিকেট পরীক্ষা করা হবে। সেটি ঠিকঠাক থাকলে অনুমতিপত্র মিলবে। মেডিক্যাল সার্টিফিকেট থাকলেও কোনও ব্যক্তির শারীরিক সুস্থতা নিয়ে কোনও সন্দেহ থাকলে তাঁকে পরীক্ষা করে দেখবেন চিকিৎসক।

সম্প্রতি সান্দাকফুতে ট্রেকিংয়ে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় মৃত্যু হয় বাঙালি পর্যটকের। ১৯ নভেম্বর সেই উদ্দেশ্যেই দার্জিলিং থেকে রওনা হন তাঁরা। মাঝপথে ধোত্রেতে রাতে থাকবার সিদ্ধান্ত নেন আশিসরা। এমন সময়ে হঠাৎই তাঁর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। তাঁকে নিয়ে সঙ্গে সঙ্গে সুখিয়াপোখরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দার্জিলিং সদর মহকুমার এসডিও রিচার্ড লেপচা সেই সময় জানিয়েছিলেন, সান্দাকফু বেড়াতে গিয়ে কলকাতার এক পর্যটকের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে জিটিএ-র সঙ্গে আলোচনা করে পাহাড়ে বেড়াতে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করা হবে। যা আগামী সপ্তাহ থেকে কার্যকর করা হবে।