সকাল থেকে সবুঝ ঝড়। উপনির্বাচনে বাংলার ৬ কেন্দ্রেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ৬ বিধানসভা কেন্দ্রেই উচ্ছ্বাসে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। নির্বাচনে কমিশনের তথ্য অনুযায়ী, সিতাইয়ে দ্বিতীয় রাউন্ড গণনা শেষে ২৫৫২৭ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূলের সঙ্গীতা রায়। মাদারিহাটে দ্বিতীয় রাউন্ড শেষে ৯৯৩৪ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো।
নৈহাটিতে দ্বিতীয় রাউন্ড শেষে ৯০০৮ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সনৎ দে। হাড়োয়ায় প্রথম রাউন্ড শেষে ১২৯৭৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী তথা প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম। মেদিনীপুরে প্রথম রাউন্ড শেষে ১৫৮৩ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। তালডাংরা কেন্দ্রেও এগিয়ে রয়েছেন তৃণমূলের ফাল্গুনি সিংহবাবু।
এই ৬টি কেন্দ্রের মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। বাকি ৫ কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির প্রার্থীরা।
সিতাইয়ে ১২ রাউন্ড গণনা হবে। মাদারিহাটে ৯ রাউন্ড গণনা হবে। তালড্যাংরায় ১১ রাউন্ড গণনা হবে। নৈহাটিতে ১০ রাউন্ড গণনা হবে। হাড়োয়ায় গণনা হবে ১৪ রাউন্ড। মেদিনীপুরে ১৭ রাউন্ড গণনা হবে।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই ৬টি আসনের মধ্যে পাঁচটিতেই তৃণমূল জয়ী হয়। এক মাত্র আলিপুরদুয়ারের মাদারিহাট দখল করে বিজেপি। ২০২১ সালের নির্বাচনে সিতাইয়ে ১০১১২ ভোট, তালড্যাংরায় ১২৩৭৭ ভোট, মেদিনীপুরে ২৪৩৯৭ ভোট, হাড়োয়ায় ৮০৯৭৮ ভোট এবং নৈহাটিতে ১৮৮৫৫ ভোটের ব্যবধানে জয়ী হয় তৃণমূল। আর মাদারিহাটে বিজেপির কাছে ২৯৬৮৫ ভোটে হেরে যায় তৃণমূল।