বুধবার দুপুরে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ অতিক্রম করবে ওড়িশার পারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের দিঘার মধ্যে ওড়িশার বালেশ্বরের কাছ দিয়ে। এর ফলে উপকূল সংলগ্ন সমুদ্রে জলােচ্ছ্বাস দেখা যাবে। ঢেউয়ের উচ্চতা ২ থেকে ৪ মিটার পর্যন্ত হতে পারে বলে মৌসম ভবন জানিয়েছে।
সােমবার বিকেল ৫ টা ৫০ মিনিটের বুলেটিনে মৌসম ভবন জানায়, ‘ইয়াস’ আছড়ে পড়ার সময় এই রাজ্যের উপকূলবর্তী নীচু এলাকা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং ওড়িশার বালেশ্বর, ভদ্রক, জগৎসিংপুর, কেন্দাপাড়ায় ২ থেকে ৪ মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়বে। সমুদ্র উত্তাল হয়ে উঠবে।
মঙ্গল ও বুধবার কোনওভাবেই মৎস্যজীবীরা যেন সমুদ্রে না থাকেন, ইতিমধ্যে সেই নির্দেশিকা দেওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনী সমুদ্রের মধ্যে থাকা জলযান, পণ্যবাহী জাহাজগুলিতে জেটিতে ফিরিয়ে আনার জন্য প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।