রবীন্দ্র ঐতিহ্য মেনেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিচালিত হবে। স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এই আশ্বাসই দিয়েছেন প্রবীরকুমার ঘোষ। বুধবার তিনি বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন।
রাজ্যের মধ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হল শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী, পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস হলেন বিশ্বভারতীর রেক্টর। গত পনেরো মাস ধরে বিশ্ববিদ্যালয়ের কোনও স্থায়ী উপাচার্য না থাকায় ক্ষোভ তৈরি হয়েছিল। ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে বিনয়কুমার দায়িত্ব সামলাচ্ছিলেন। মঙ্গলবার, ১৮ মার্চ রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে প্রবীরকুমার ঘোষের নাম ঘোষণা করেছেন। এতদিন পর স্থায়ী উপাচার্য পদে নিয়োগ হওয়ায় স্বস্তিতে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সহ অধ্যাপকরা।
উল্লেখ্য, ১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত বিশ্বভারতীর কৃষি বিভাগের ছাত্র ছিলেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। তিনি ছত্তিশগড়ের রায়পুরের আইসিএআর-এর উপাচার্য পদেও ছিলেন।
বিশ্বভারতীয় স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রবীরকুমার ঘোষ জানিয়েছেন, রবীন্দ্র ঐতিহ্য মেনেই অধ্যাপক, কর্মী-সহ সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয়ের র্যােঙ্ক বাড়ানোই হবে মূল উদ্দেশ্য। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আদর্শ রয়েছে। সেই মতো কাজ পরিচালনা হবে। কেন্দ্রীয় শিক্ষানীতি কার্যকর করা হবে। এই নিয়ে একটি কমিটি রয়েছে। সেই কমিটির সঙ্গে খুব তাড়াতাড়ি বৈঠক করা হবে।