• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

রাজ্যপালের কাছে ভ্যাকসিনের আবেদন

কোভিডের দ্বিতীয় ঢেউ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনও প্রতিদিন মৃত্যুর সংগে লড়াই চলছে। দেখা দিচ্ছে অক্সিজেন, ওষুধের অভাব।

রাজ্যপাল জগদীপ ধনকড়। (File Photo: IANS)

কোভিডের দ্বিতীয় ঢেউ হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখনও প্রতিদিন মৃত্যুর সংগে লড়াই চলছে। দেখা দিচ্ছে অক্সিজেন, ওষুধের অভাব। বেসরকারি ক্ষেত্রে চিকিৎসায় হাজার হাজার টাকা আদায় চলছে।

মানুষের অসহায়তায় প্রয়ােজন মতাে চিকিৎসার সুযােগ করে দিতে সরকারকে আরও উদ্যোগী হতে এবার আবেদন রাখলেন প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক এআইসিসি’র সদস্য তরুণ নেতা অভিজিৎ ভট্টাচার্য।

রাজ্যপালকে দেওয়া এক স্মারকলিপিতে অভিজিৎবাবু সকলের জন্য বিনামুল্যে বেশি সংখ্যায় ভ্যাকসিন দেবার আবেদন রেখেছেন। পূর্ব বর্ধমানের জেলাশাসকের মাধ্যমে তিনি রাজ্যপাল জগদীপ ধানকরের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন।

স্মারকলিপিতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আবেদন অতি দ্রুত সকল শ্রেণীর মানুষকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হােক।