• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

দুয়ারে টিকা

দুয়ারে টিকা শুরু হতে চলেছে জলপাইগুড়ি পুরসভা এলাকায়। সােমবার থেকে এই পরিষেবা চালু হবে।

প্রতীকী ছবি (File Photo: iStock)

দুয়ারে টিকা শুরু হতে চলেছে জলপাইগুড়ি পুরসভা এলাকায়। সােমবার থেকে এই পরিষেবা চালু হবে। বুধবার এই নিয়ে জলপাইগুড়ি জেলা শাসক দফতরে পুরসভার সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসন। 

এদিনের বৈঠকে জেলাশাসক মৌমিতা গােদারা বসু ছাড়াও স্বাস্থ্য দফতরের আধিকারিক ও পুরসভার প্রতিনিধিরা ছিলেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় শিবির করে ৬০ বছরের ঊর্ধ্বে বৃদ্ধ-বৃদ্ধাদের টিকা দেওয়া হবে। পাশাপাশি প্রতিবন্ধীদেরও টিকা দেওয়া হবে।

প্রত্যেক ওয়ার্ড ধরে ধরে বাসিন্দাদের সুবিধার্থে বাড়ির পাশের স্কুলে বসবে টিকা দেওয়ার শিবির। মােট দুটি দল করে টিকা দেওয়া হবে। বয়েসের ভিত্তিতে বয়স্কদের আগে ও প্রতিবন্ধীরা কত শতাংশ প্রতিবন্ধী সেই ভিত্তিতে দেওয়া হবে টিকা। 

টিকা দেওয়ার শিবিরে থাকবে চিকিৎসক, নার্স, পুরসভার কর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। শহরের তিনটি স্বেচ্ছাসেবী সংগঠন টিকা দেওয়া জন্য সহযােগিতা করবে। থাকবে অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় বলেন, সােমবার থেকে দুয়ারে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে জলপাইগুড়ি পুরসভার ২৫ টি ওয়ার্ডে।