• facebook
  • twitter
Wednesday, 8 January, 2025

শিক্ষক-শিক্ষিকাদের পারস্পরিক বদলির জন্য ১ জানুয়ারি থেকে চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল

একতরফা কোনও শিক্ষক বা শিক্ষিকা বদলি নিলে তাঁর ছেড়ে আসা আসনটি খালি হয়ে যাওয়ার ফলে সেই স্কুলের পঠন-পাঠনে একটা সমস্যা তৈরি হয়। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ছাত্র-ছাত্রীরা। সেজন্য এই ধরনের বদলি আপাতত বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে পারস্পরিক বদলির ফলে শিক্ষক-শিক্ষিকারা একদিকে যেমন তাঁদের পছন্দ মতো এবং বাড়ির কাছাকাছি স্কুলে চাকরি করার সুযোগ পান, তেমনি স্কুলগুলিতেও শূণ্যতা তৈরি হয় না।

ফাইল চিত্র

নতুন বছরে রাজ্যের সরকারি স্কুলগুলির শিক্ষকমহলে মিলেছে সুখবর! দীর্ঘ দুই বছর পর ফের চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল। আগামী ৩০ জুন পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে বলে জানা গিয়েছে। এরপর তা পুনর্বিবেচনা করা হবে বলে জানা গিয়েছে। তবে সব ধরনের বদলিতে আপাতত সায় নেই রাজ্য সরকারের। কেবলমাত্র মিউচুয়াল ট্রান্সফার অর্থাৎ পারস্পরিক বদলিতে সম্মতি দিয়েছে নবান্ন।

শিক্ষক-শিক্ষিকাদের বদলি সংক্রান্ত এই পোর্টাল গত ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বন্ধ রাখা হয়েছিল। যার ফলে বদলি প্রক্রিয়াও বন্ধ হয়ে গিয়েছিল। অথচ সেই সময় থেকেই সাধারণ, পারস্পরিক এবং বিশেষ বদলির অনেক আবেদন পোর্টালে জমা পড়ে ছিল। সাধারণ বা বিশেষ বদলি চালু না হওয়ায় সেই সংক্রান্ত আবেদনগুলি অফলাইনের মাধ্যমে সমাধানের দাবি জানিয়ে আসছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরপর ২০২৫ সাল থেকে ফের তা চালু করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত শিক্ষক-শিক্ষিকারা নিজের জেলা থেকে দূরে চাকরি করার ফলে তাঁদের যাতায়াতে একটা সমস্যা ছিল দীর্ঘদিনের। যার ফলে একদিকে যেমন দূরের স্কুলে যাতায়াতে তাঁদের মূল্যবান সময় নষ্ট হয়, তেমনি বাড়তি পরিবহন খরচও করতে হয় তাঁদের। পাশাপাশি, তাঁদের দৈহিক ও মানসিক পরিশ্রমও বৃদ্ধি পায়। এই বাড়তি ক্লান্তির ফলে উপযুক্ত পাঠদানে শিক্ষক-শিক্ষিকারা সবসময় মনোনিবেশ করতে পারেন না। যার ফলে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হন ছাত্র-ছাত্রীরা। সেইসঙ্গে শিক্ষকরা তাঁদের পরিবারকেও ঠিকমতো সময় দিতে পারেন না। এই সমস্যার সমাধানের জন্য গত ২০২১ সালে উৎসশ্রী পোর্টাল চালু করা হয়েছিল। মূলত শিক্ষক শিক্ষিকাদের বদলি সংক্রান্ত অনলাইন আবেদন করাই এই পোর্টালের মূল উদ্দেশ্য। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত রাজ্য সরকারের অধীন স্কুলগুলিতে শিক্ষক-শিক্ষিকারা এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করতে পারবেন।