• facebook
  • twitter
Friday, 22 November, 2024

জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

এক বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ-বালুরঘাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আউট পােস্ট ঘুমসিতে।

প্রতিকি ছবি (Photo: IANS)

এক বিএসএফ জওয়ানের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ-বালুরঘাট থানার ভারত-বাংলাদেশ সীমান্তের আউট পােস্ট ঘুমসিতে। মৃত জওয়ানের নাম পুরােষত্তম সিং, বয়স ৫৪, বাড়ি উত্তরপ্রদেশের আগ্রা শহরে।

আজ বালুরঘাট হাসপাতালে ময়নাতদন্তের পর তার দেহ তার বাড়ির উদ্দেশ্যে পাঠানাের তােড়জোড় শুরু করেছে বিএস এফ বাহিনীর আধিকারিকরা। পাশাপাশি বালুরঘাট থানায় এই অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে মামলা রুজু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে গতকাল রাত্রে সীমান্তের বিএসএফের ঘুমসি আউট পােস্টে পুরােষওম সিং নামে ওই বিএসএফ জওয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়লে অনান্য কর্তব্যরত জওয়ানরা তাকে অজ্ঞান অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে।