সোমবার সকালে সাগরদ্বীপের মহিষমারি অঞ্চলে বছর পঁচিশের গৃহবধূ মৌসুমী জানার অস্বাভাবিক মৃতদেহশ্বশুর বাড়ি থেকে উদ্ধার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে সাগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
সূত্রের খবর, চার বছর আগে কলেজে পড়ার সময়ে প্রেম করে বিয়ে হয় চন্ডীপুর গ্রামের মৌমিতার সাথে মহিষমারির সুজন পাইকের। বিয়ের পর থেকেই পণ দেবার চাপ ছিল শ্বশুর বাড়িতে। চলছিল অশান্তি।
এরই মধ্যে শ্বশুর বাড়ির সদস্যদের ফতোয়া, দাবি মতো পণ না মেটালে মৌসুমী সন্তান ধারণ করতে পারবে না।
এমন হুমকি প্রতিদিনের অশান্তির কথা বাপের বাড়িতে জানালে মৌসুমীর অভিভাবকরা তাঁকে শ্বশুর বাড়ি থেকে চলে আসতে বলে।
রবিবার বাপের বাড়িতে ফিরে যাবার কথা থাকলেও শেষ পর্যন্ত মৌসুমী যায়নি।
সোমবার সকালে মৌসুমীর বাপের বাড়িতে খবর যায়, তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। হতবাক মৌসুমীর বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে।
সোমবার বিকেল পর্যন্ত গ্রেফতার এর কোনও খবর নেই। পুলিশ সব দিক খতিয়ে দেখছে।