• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিক্ষোভে অশান্তি, আদালত অবমাননার মামলা 

কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভে অশান্তি ঘিরে আদালত অবমাননার মামলা দাখিল করলাে রাজ্য।

কলকাতা হাইকোর্ট (File Photo: iStock)

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভে অশান্তি ঘিরে আদালত অবমাননা’র মামলা দাখিল করলাে রাজ্য। 

গত রবিবার ছুটির দিনেও জরুরিকালীন শুনানি চেয়ে মামলায় শর্তাবলি মেনে চলার শর্ততে হাইকোর্ট পার্শ্বশিক্ষকদের অবস্থান বিক্ষোভে অনুমতি দিয়েছিল। তাতে সােমবার অবস্থান বিক্ষোভ থেকে নবান্ন মুখী যাত্রার সূচনাকালে তুমুল অশান্তি ঘটে। সেখানে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে পুলিশ এবং আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন। 

তাই অশান্তির উদাত্মণকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে আদালত অবমাননার মামলা দাখিল করলাে রাজ্য সরকার। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। 

গত রবিবার ছুটির দিনেও জরুরিকালীন শুনানি চেয়ে পার্শ্ব শিক্ষকরা অবস্থান বিক্ষোভের অনুমতি চেয়েছিলেন। তাতে কলকাতা হাইকোর্ট বেশকিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেয়।