বিজেপির সদস্য হলেই অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা: সুকান্ত

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ফাইল চিত্র

পঞ্চায়েত, পুরসভা থেকে বিধানসভা এবং লোকসভা নির্বাচন, সমস্ত ভোটেই ‘বাংলার লক্ষ্মী’রা ঢেলে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্কপ্রসূত প্রকল্প লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের অনুকরণে বিজেপি নেতাদের মুখে শোনা গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের কথা। পঞ্চায়েত ভোট এবং লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপির বড়-মেজ নেতারা অন্নপূর্ণা ভান্ডারের কথা বলেন। সঙ্গে এও দাবি করেন লক্ষ্মীর ভান্ডারের মতো ১০০০ বা ১২০০ টাকা নয় অন্নপূর্ণা ভান্ডারে ৩০০০ টাকা দেওয়া হবে মাসে। এবার এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পূর্ব বর্ধমানের কালনায় বলেন, অন্নপূর্ণা যোজনা পেতে হলে ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিতে হবে। বাড়ি বাড়ি গিয়ে লোকদের বলতে হব, ভারতীয় জনতা পার্টির সদস্যপদ নিন। আপনাদের কাছে আহ্বান, যত তাড়াতাড়ি পারেন এই সদস্যপদ নিন। ভারতীয় জনতা পার্টিতে নেতারা নয়, কর্মীরাই সব।

দলীয় কর্মীদেরও একই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। বিজেপি কর্মীদের তিনি পরামর্শ দেন, বাংলায় অন্নপূর্ণা যোজনা চালু হলে মহিলারা মাসে ৩০০০ টাকা করে পাবেন। সেই জন্য তাঁদের সবার আগে বিজেপির সদস্যপদ নিতে হবে। বিজেপির সদস্য হলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। সোমবার পূর্ব বর্ধমানের কালনায় কর্মী সম্মেলন করেন সুকান্ত মজুমদার। দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আরও কিছু পরামর্শও দেন।


২০১১ সালের বিধানসভা ভোটের প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কথা ঘোষণা করেন। ভোট মেটার কয়েক মাসের মধ্যেই চালু হয় এই প্রকল্প। প্রাথমিকভাবে সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ৫০০ টাকা এবং তফশিলি জাতি-তফশিলি উপজাতির মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়। ২০২৪ সালের বাজেট অধিবেশনে লক্ষ্মীর ভান্ডারের আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করে পশ্চিমবঙ্গ সরকার।এখন এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণির মহিলাদের মাসে ১০০০ টাকা এবং তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির মহিলাদের মাসে ১৫০০ টাকা দেওয়া হয়।

লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, বাংলায় বিজেপি সরকার এলে মহিলাদের মাসে ৩০০০ টাকা দেওয়া হবে, যদিও প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ১০০ টাকা বাড়ানো হবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এ নিয়ে তৃণমূলের তরফে সমালোচনা করা হয় বিজেপিকে।

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কালনা তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ওরা বলে বেড়াচ্ছে ক্ষমতা এলে অন্নপূর্ণা যোজনা চালু করবে। কোন রাজ্যে এই যোজনা চালু আছে, তা আগে শ্বেতপত্র প্রকাশ করে দেখা ওরা। মানুষকে ভুল বুঝিয়ে কোনও লাভ হবে না। বাংলার মানুষ অনেক আগেই বিজেপিকে ছুড়ে ফেলে দিয়েছে।