আজ কলকাতা সহ সারা রাজ্যে বাস পরিষেবা চালু হচ্ছে। শহর ও শহরতলিতে গণ পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক রাখতে বুধবার রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম দফায় দফায় বৈঠক করেন, পরিবহণ আধিকারিকদের সঙ্গে। বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, কলকাতায় ৮০০ টি সরকারি বাস চলবে।
একইসঙ্গে বেসরকারি বাস মালিক সংগঠনগুলাের কাছে। পরিবহণমন্ত্রী আবেদন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে বেশি সংখ্যক রাস্তায় নামান। ঠিক কত সংখ্যক বেসরকারি রাস্তায় নামবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।
এদিনও বেসরকারি বাস ও মিনিবাস সংগঠনগুলির পক্ষ থেকে পরিবহণমন্ত্রীর কাছে কেরলের ধাচে ‘কোভিড স্পেশাল ফেয়ার’ চালু করার আর্জি জানানাে হয়। বেসরকারি বাস মালিক সংগঠনদের বক্তব্য ভাড়া বাড়ানাে না হলে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে বাস পরিষেবা দেওয়া কার্যত অসম্ভব।
এদিকে রাজ্য জুড়ে তিন হাজার সরকারি বাস আজ বৃহস্পতিবার থেকে রাস্তায় নামছে বলে রাজ্য পরিবহণসুত্রে জানা গিয়েছে।