স্কুলেই মারপিঠ দুই শিক্ষকের, একজন ভর্তি হাসপাতালে

মুর্শিদাবাদের স্কুলে ধুন্ধুমার। স্কুল চলাকালীনই দুই শিক্ষকের মধ্যে তুমুল মারামারি। জখম হয়েছেন একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বড়ঞা থানার পুলিশ।

চাঞ্চল্যকর এই ঘটনাটি। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের মহিষগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের। বিশ্বরূপ মৈত্র নামে জখম শিক্ষক বড়ঞা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছেন। ওই স্কুলের এক শিক্ষিকাকে নিয়ে ঝামেলার সূত্রপাত।

অভিযোগ, ওই শিক্ষিকা নিয়মকানুনের তোয়াক্কা না করে নিজের মর্জিমাফিক চলছেন। কোনও কিছুই সময় মেনে করছেন না তিনি। এই বিষয়টির প্রতিবাদ করেন বিশ্বরূপ। আর তাতেই বৃহস্পতিবার স্কুলের ভিতরে ঢুকে ওই মহিলা শিক্ষকের স্বামী শিক্ষকের ওপর হামলা চালান।


শিক্ষকের নাম-মুখ ফাটিয়ে দেওয়া হয়। অভিযুক্ত ব্যক্তি আবার অন্য একটি স্কুলের শিক্ষক। রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষককে বড়ঞা থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।