পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত দুই পুলিশকর্মী

প্রতীকী চিত্র।

আদালত থেকে দুই আসামিকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের উপর দুষ্কৃতী হামলা! তাতেই গুরুতর আহত হলেন দুই পুলিশকর্মী। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া এলাকায়। আহত পুলিশকর্মীদের নাম নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। তাঁদের ইসলামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে জেলা পুলিশ মহলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর আদালতে একটি মামলার শুনানি শেষে দুই আসামিকে রায়গঞ্জ জেলে নিয়ে যাচ্ছিল পুলিশ। পাঞ্জিপাড়া এলাকায় পৌঁছানোর পর পুলিশের ভ্যান লক্ষ্য করে আচমকা গুলি চালানো হয়। তাতেই আহত হন দুই পুলিশকর্মী।

কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া, দুই আসামি পুলিশের ভ্যান থেকে পালিয়েছে কিনা, সেই বিষয়টিও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের দ্রুত চিহ্নিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।