মালদহে জ্বরে আরও ২ শিশুর মৃত্যু, ঘটনাস্থলে বিশেষজ্ঞ দল

প্রতিকি ছবি (File Photo: iStock)

জ্বরে আরও এক শিশুর মৃত্যু হল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। পরিসংখ্যান অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় এ নিয়ে মালদহে মােট ৫ শিশুর মৃত্যু হল। শুক্রবারই উত্তরঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে স্বাস্থ্য দফতরের এক বিশেষজ্ঞ দল।

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের যাওয়ার কথা। পরে সেখানকার অন্যান্য সরকারি হাসপাতালগুলিতে গিয়ে পরিস্থিতি দেখভাল করবেন।

ইতিমধ্যেই এ ধরনের জ্বরে কীভাবে চিকিৎসা করতে হবে শিশুদের, তার একটি ‘এসওপি’ তৈরি করেছে স্বাস্থ্য দফতর। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় মালদহ মেডিকেল কলেজে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সেও জ্বর নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে।


সূত্রের খবর, ওই শিশুটি ঝাড়খণ্ডের বাসিন্দা। অসুস্থতা বাড়তে থাকায় নিকটবর্তী মালদহ মেডিকেল কলেজে তাকে আনা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার একটু আগে মারা যায় সে।

মালদহ মেডিকেল কলেজের শিশুবিভাগের প্রধান ডাক্তার সুষমা সাউ জানিয়েছেন, গত ৪৮ ঘণ্টায় এই হাসপাতালে মােট ৪ শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, ১৫ তারিখ দু’জন, ১৬ তারিখ ২ এবং ১৭ তারিখ ১ শিশুর প্রাণহানি ঘটেছে। তবে আতঙ্কের কিছু নেই। সরকারি নির্দেশ অনুযায়ী বাকি সকলের চিকিৎসা চলছে।

এদিকে, শিলিগুড়ি হাসপাতাল সূত্রে খবর মিলেছে, সেখানকার পরিস্থিতি একটু ভালাে। গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। ১০ জনের নমুনা পরীক্ষা করতে পাঠানাে হয়েছে কলকাতায় আবার নতুন করে ১৫ শিশু জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি বলে খবর।

আজই কলকাতা থেকে উত্তরবঙ্গে যাচ্ছে বিশেষজ্ঞদের দল। বৃহস্পতিবার এসএসকেএমে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রধান সচিব জানিয়েছে, বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে।