• facebook
  • twitter
Thursday, 24 April, 2025

বাঁকুড়া-জলপাইগুড়িতে চড়কের মেলায় বিপত্তি, আহত বেশ কয়েকজন

জলপাইগুড়ি জেলার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়া এলাকায় চড়কের মেলায় ঘুরতে গিয়ে আহত হলেন এক চড়ক ব্রতী।

বাঁকুড়া-জলপাইগুড়িতে চড়কের মেলায় বিপত্তি। চড়ক ভেঙে আহত হলেন বেশ কয়েকজন। বাঁকুড়ার ওন্দা থানার খামাড়বেড়িয়া গ্রামে প্রতিবছরই চড়ক পুজোর পর হয় চড়ক ঘোরার পর্ব। এক-দু’পাক ঘুরতেই হঠাৎ করে ভেঙে পড়ে চড়কটি। স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, চড়কের উপরের থাকা লোহার চরকি ও বাঁশ-সহ সন্ন্যাসীরা উপর থেকে আছাড় খেয়ে মাটিতে পড়েন। গোটা ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন। স্থানীয় বাসিন্দারাই আহতদের ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।

অন্যদিকে জলপাইগুড়ি জেলার বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের হসপিটাল পাড়া এলাকায় চড়কের মেলায় ঘুরতে গিয়ে আহত হলেন এক চড়ক ব্রতী। সোমবার রাতে পিঠে বড়শি গেঁথে ঘোরার সময়ে পড়ে গিয়ে আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাঁর অবস্থায় স্থিতিশীল। একই জেলার বানারহাটের চানাডিপা এলাকায় সাইকেল-সহ চরকে ঘুরতে ঘুরতে পিঠের বড়শি ছিড়ে পড়ে যান এক চড়ক ব্রতী।

সোমবার রাতে উত্তর চানাডিপা এলাকার একটি কৃষি জমিতে চড়ক মেলা বসেছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেলায় বেশ কয়েকবার সাইকেল নিয়ে চড়কের ঘূর্ণিতে ঘুরছিলেন এক ব্যক্তি। সেই সময় আচমকাই বড়শি ছিড়ে ছিটকে পড়ে যান তিনি। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

প্রসঙ্গত, শিবের গাজনে চড়ক সংক্রান্তিতে চড়ক পূজার পর সেই চড়কে পিট ফুঁড়ে দড়ি বেঁধে ভক্তদের ঘোরানো হয়৷ এই প্রথা বহু প্রাচীন। নিছক আনন্দের জন্য এই ঘোরা হলেও অনেক ঝুঁকি নিয়েই এই খেলায় অংশ নেন চড়ক ব্রতীরা। আর উপযুক্ত নিরাপত্তা ছাড়া এই ধরনের আনন্দে মেতে উঠতে গিয়ে দুর্ঘটনাও ঘটে।