তোলাবাজি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে। এই ঘটনার অভিযোগ পেয়েই অভিযুক্ত কৌশিক ঘোষ ও মহম্মদ মন্টিকে গ্রেপ্তার করেছে কড়েয়া থানার পুলিশ। এক গাড়ি চালককে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বেআইনিভাবে ব্ল্যাকমেল করে প্রায় ৪ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কৌশিক ঘোষ ও মন্টি, দুজনই গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। গত ৩০ আগস্ট কড়েয়া থানায় ওই গাড়ির চালক অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ২৯ আগস্ট বালিগঞ্জ সার্কুলার রোড থেকে দুই ব্যক্তি তার ট্যাক্সি ভাড়া নেন। তারা মহাকরণ হয়ে শক্তিগড় যেতে চান বলে জানান। মহাকরণের সামনে গাড়ি থামিয়ে তারা ভিতরে কিছু কাজ করতে যান। পরে ফিরে এসে নিজেদের কৌশিক ঘোষ ও মন্টির পরিচয় দিয়ে তারা জানান, তারা পুলিশ কর্মকর্তা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত। এরপর ট্যাক্সি চালককে ভয় দেখিয়ে তারা হুমকি দেন, ৪ লক্ষ টাকা না দিলে মাদক মামলায় তাকে ফাঁসানো হবে এবং তার গাড়ি বাজেয়াপ্ত করা হবে। মিথ্য়ে মামলা থেকে বাঁচার জন্য ট্যাক্সি চালক পার্ক স্ট্রিটসহ কয়েকটি জায়গা থেকে মোট ১ লক্ষ ৯৫ হাজার টাকা তাদের হাতে তুলে দেন। ঘটনার পর চালক কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে কড়েয়া থানার পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পায় এবং এরপর ওই দুই অভিযুক্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করে। ঘটনাটি লালবাজারের নিকটবর্তী এলাকায় হওয়ায় পুলিশ মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রক্ষকই যদি ভক্ষক হয়, তবে সাধারণ মানুষ নিরাপত্তা চাইবে কার কাছে?