• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

গভীর রাতে ভারতে ঢুকতে গিয়ে গ্রেফতার দুই বিদেশী

অর্ণব সাহা, জলপাইগুড়ি: এসএসবির হাতে গ্রেফতার হল দুই বিদেশি অনুপ্রবেশকারী। দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্ত থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করল এসএসবির ৪১নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। নকশালবাড়ির মদনজোত বিওপি এলাকায় মঙ্গলবার রাতে টহল দিচ্ছিলেন এস এস বির জাওয়ানরা। সেই সময় তাদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে ঢুকছে। তৎক্ষণাৎ দুজনকে আটক করেন এসএসবির ৪১নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তাদের

অর্ণব সাহা, জলপাইগুড়ি: এসএসবির হাতে গ্রেফতার হল দুই বিদেশি অনুপ্রবেশকারী। দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্ত থেকে ওই দুইজনকে গ্রেপ্তার করল এসএসবির ৪১নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। নকশালবাড়ির মদনজোত বিওপি এলাকায় মঙ্গলবার রাতে টহল দিচ্ছিলেন এস এস বির জাওয়ানরা। সেই সময় তাদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে ঢুকছে। তৎক্ষণাৎ দুজনকে আটক করেন এসএসবির ৪১নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা। তাদের জিজ্ঞাসাবাদে নানান রকম অসংগতি পায় এসএসবি। এরপর দুজনকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করে তারা একজন নেপালের বাসিন্দা এবং একজন আইভরি কোষ্টের বাসিন্দা। ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা জেলার বাসিন্দা। অপর ধৃত দাইলিয়াহি সারিয়া আইভরি কোষ্টের বাসিন্দা। জানা গিয়েছে ধৃত দাইলিয়াহি সারিয়া বিগত ৫ বছর যাবত নেপালেই বসবাস করছিল। কিন্তু আচমকা কেন তারা দুজনে রাতের অন্ধকারে নেপাল থেকে ভারতে ঢুকছিল তা নিয়েই সন্দেহ এবং রহস্যের দানা বেধেছে। এসএসবির ৪১নম্বর ব্যাটেলিয়ান গ্রেফতার হওয়া দুজনকেই দার্জিলিং জেলা পুলিশের নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ধৃত দুজনকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে দার্জিলিং জেলার নকশালবাড়ি থানার পুলিশ।