১৪ দিনের পুলিশি হেফাজতে ছাত্র সমাজের দুই আহবায়ক সায়ন – শুভঙ্কর

বুধবার কলকাতা পুলিশ তরফে জানানো হয়েছে যে, ‘গত মঙ্গলবারের নবান্ন অভিযান কর্মসূচিতে মোট ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতার করা হয়েছে অভিযানের ডাক দেওয়া ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর অন্যতম দুই আহ্বায়ক সায়ন লাহিড়ী এবং শুভঙ্কর হালদারকে। তাঁদের ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তাঁদের দু’জনের বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ হয়েছে। নবান্ন অভিযানে ময়দান থানা ছাড়াও মুচিপাড়া, আর্মহার্স্ট স্ট্রিট, আলিপুর, বড়বাজার, জোড়াসাঁকো, হেয়ার স্ট্রিট, নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’। অভিযানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের অভিযোগ ওঠে। পুলিশের উপর হামলার অভিযোগও উঠেছে। পাল্টা জলকামান, কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। এই ঘটনায় ধরপাকড়ও চলে। মঙ্গলবার রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেন, ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর অন্যতম আহ্বায়ক সায়নকে ‘তুলে নিয়ে গিয়েছে’ পুলিশ। ধৃত সায়ন এবং শুভঙ্করকে বুধবার আদালতে হাজির করানো হয়। তাঁদের বিরুদ্ধে ময়দান থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ (২) (বেআইনি জমায়েত), ১৯১ (৩) (দাঙ্গা, অস্ত্র রাখা), ১৯০ (বেআইনি জমায়েতে শামিল প্রত্যেকে একই উদ্দেশ্যে অপরাধ সংগঠিত করা)-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।