• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

দুর্ঘটনার কবলে দুই ভাই, মৃত এক

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সম্প্রীতি উড়ালপুলে।

আজ বৃহস্পতিবার কালীপুজো। সেই আনন্দে বাইক চেপে চন্দননগর থেকে বাজি কিনতে এসেছিল দুই ভাই। তবে বাজি কিনে বাড়ি ফেরার পথেই ঘটল মর্মাতিক পরিণতি। দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বড় দাদার, ছোটভাইকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সম্প্রীতি উড়ালপুলে। স্থানীয় সূত্রে খবর, কলকাতা থেকে বজবজগামী একটি ভারী পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। ঘটনাস্থলেই ছিটকে পড়ে দুই
ভাই। অকুস্থলেই মৃত্যু হয় বড় দাদা অভিজিৎ হালদারের (২০)। স্থানীয় সূত্রে খবর, ছোটভাই বছর দশের সৌভিক হালদারের অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। অন্যদিকে দুর্ঘটনায় আহত হন ট্রাক চালক নাচের আলম। তাকেও ভর্তি করানো হয়েছে হাসপাতালে।