বারো ক্লাসের টেস্ট পরীক্ষার দিন ঘোষণা

প্রতীকী ছবি (File Photo: iStock)

গত ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খুলেছে। সরকারি নিয়মবিধি মেনে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অফলাইন ক্লাস হচ্ছে। তাদের পরীক্ষাও হবে অফলাইনেই। এবার দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের টেস্ট পরীক্ষার দিনক্ষণ বেঁধে দিল সরকার।

মঙ্গলবার উচ্চশিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর অর্থাৎ চলতি বছরের মধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা সেরে ফেলতে হবে। আজ স্কুলগুলিকে এই মমেই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ।

জানা গেছে, এই টেস্ট পরীক্ষা হবে ৫০ নম্বরের। তবে পরীক্ষা শেষের সময়সীমা বলে দিলেও রুটিন বলেনি সংসদ। কবে, কখন কোন পরীক্ষা নেওয়া হবে, সেই সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষকেই নিতে বলা হয়েছে।


এর পাশাপাশি, সংসদ জানিয়েছে, যে চেস্ট পরীক্ষার রেজাল্ট এবং পড়ুয়াদের প্রাপ্ত নম্বর আপাত স্কুলের হেফাজতেই রাখতে হবে। পরে সংসদ তা প্রতিটি স্কুলের থেকে প্রয়োজনে চেয়ে নেবে।