পশ্চিমবঙ্গে ধানশস্যের একটা বড় অংশ ক্ষতি হয় হলুদ কাণ্ড পোকার কারণে।
পোকার হাত থেকে ধান শস্য বাঁচাতে সুমিল কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়ে ট্রায়ন জেডএফএম।
সংস্থার পক্ষে সুকেতু দোশি জানান , এই কীটনাশক ব্যবহারে হলুদ পোকা বিনষ্ট হয় কিন্তু পরবর্তী কোনও ক্ষতিকারক অবশিষ্ট থাকে না।