কাটমানি বিতর্কে তৃণমূলের বিবৃতি

পার্থ চট্টোপাধ্যায় (File Photo: IANS)

কাটমানি বিতর্কে উত্তাল রাজ্য। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে এবার শাসক দলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হল।

রবিবার তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই লিখিত বিবৃতি দেন। এই বিবৃতিতে সাফ জানানো হয়েছে, তৃণমূল সুপ্রিমাে মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গেই বলেছেন, তৃণমূল কংগ্রেসের ৯৯.৯৯ কর্মী ও নির্বাচিত জনপ্রতিনিধিরা সৎ এবং পরিশ্রমী। তারা যাতে উন্নয়নের অর্থ সঠিকভাবে খরচ করে মানুষের কল্যাণে সেই নির্দেশই দিয়েছেন তৃণমূল সুপ্রিমাে।

তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু, অন্য দলের বেশ কিছু রাজনৈতিক কর্মী উন্নয়নকে ব্যহত করার লক্ষ্যে কাজ করছেন।


অন্য দলের কিছু অসাধু ব্যক্তি তৃণমুলের নাম করে দুর্নীতি এবং অসৎ কাজে যুক্ত। তাদের প্রতি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চায়েত ও পুরসভা থেকে বেশ কয়েকজন বিজেপিতে যােগ দিয়েছেন তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য। তারা মনে করছেন, এভাবে দল বদল করে অপরাধ ঢাকা যাবে। তারা ভুল করছেন। বিজেপির উসকানি থাকলেও তারা রেহাই পাবেন না।