• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

লোকসভাতে একদফায় নির্বাচন করার আবেদন তৃণমূলের

কলকাতা, ৪ মার্চ: আজ নির্বাচনে কমিশনে যায় রাজ্যের শাসকদল তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক’ও ব্রায়েন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁরা কমিশনের কাছে আর্জি জানান, এবার বাংলায় লোকসভা নির্বাচন হোক একদফায়। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্যের পুলিশ বাহিনী

কলকাতা, ৪ মার্চ: আজ নির্বাচনে কমিশনে যায় রাজ্যের শাসকদল তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল। সেই প্রতিনিধি দলে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক’ও ব্রায়েন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁরা কমিশনের কাছে আর্জি জানান, এবার বাংলায় লোকসভা নির্বাচন হোক একদফায়। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্যের পুলিশ বাহিনী দিয়ে ভোট করার জন্য আবেদন জানিয়েছি। এমনটাই দাবি করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

এদিন বৈঠক শেষে নির্বাচন দপ্তর থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বাবু বলেন, বাংলায় এক দফায় ভোট করানোর জন্য আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছি। তার জন্য যত পুলিস বাহিনী লাগে আপনারা হিসেব করে বলুন, রাজ্য সরকার সহযোগিতা করবে। কিন্তু কেবলমাত্র বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাংলায় এতগুলো দফায় নির্বাচন করানো হচ্ছে। কেন এমনটা হবে! যাতে ইডি-সিবিআই আরও বেশি করে সুযোগ পেয়ে যায়! এছাড়াও কেন্দ্রীয় বাহিনী যাতে বিজেপির হয়ে ভোটে কাজ না করে, বৈঠকে সেই দিকেও নজর দেওয়ার দাবি জানিয়েছি।