১০ মার্চ ব্রিগেড সমাবেশে তৃণমূলের ‘জনগর্জন’ সভা

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: আগামী ১০ মার্চ তৃণমূলের ব্রিগেড সমাবেশ। ‘জনগর্জন’ নামে এই সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই ব্রিগেড সমাবেশে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠবেন মমতা। তুলে ধরা হবে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বঞ্চনার কথা। ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বঞ্চনার অভিযোগ জানাবেন রাজ্যের মানুষের কাছে।

প্রসঙ্গত এইসব প্রকল্পে দীর্ঘদিন ধরে রাজ্যের টাকা আটকে রেখেছে কেন্দ্রের মোদী সরকার। সেই কেন্দ্রীয় বঞ্চনার কথা রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে এই প্রতিবাদ সভার ডাক দিয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। সেই হাই ভোল্টেজ সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বক্তব্য রাখবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের অন্যান্য শীর্ষ নেতারা। আসন্ন লোকসভা ভোটে দলের প্রচারে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করা হবে বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের।