ফের মালদহে আক্রান্ত তৃণমূল। দুলাল সরকার খুনের ১২ দিনের মাথায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক তৃণমূল কর্মীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি কালিয়াচকের। আহত তৃণমূলের অঞ্চল সভাপতি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও ধোঁয়াশা তৈরি হল। কে বা কারা হামলা তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালালো, তা-ও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার একাংশের মতে, তৃণমূলের গোষ্ঠাদ্বন্দ্বের জেরেই কালিয়াচকে গুলি চালানোর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কালিয়াচকের নয়া বস্তি এলাকায় নিকাশি এবং রাস্তা উদ্বোধনের অনুষ্ঠান ছিল। কালিয়াচক এক নম্বর ব্লকের নওদা যদুপুর এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ সহ তৃণমূলের অন্যান্য নেতা-কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। আচমকা কয়েক জন দুষ্কৃতী হামলা চালায়। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে বকুল। তৃণমূল কর্মী এসারুদ্দিন শেখকে গুরুতর আহত হন। মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে তাঁদের। এদিকে এই ঘটনায় হাসান শেখ নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, আহতদের অবস্থাও আশঙ্কাজনক। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।