কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভোট দেওয়ার অভিযোগ শতাব্দীর
খায়রুল আনাম: বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সোমবার ১৩ মে চতুর্থ দফায় বীরভূমের বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চললো৷ ভোটর আগের রাত্রে রবিবার ১২ মে বোলপুর লোকসভা কেন্দ্রের কেতুগ্রামে খুন হয়ে গেলেন তৃণমূল কংগ্রেস কর্মী শেখ মিন্টু৷ এনিয়ে এলাকার পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে৷ ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরে এই খুনের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সে জন্য সতর্ক হয়েছে প্রশাসন৷ রবিবার রাত্রি ৮টা ৪৫ মিনিট নাগাদ ওই তৃণমূল কংগ্রেস কর্মী শেখ মিন্টু সুঁদিপুর গ্রামে দলীয় কর্মীদের সোমবারের ভোটের দায়িত্ব বুঝিয়ে দিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন৷ সেই সময়ই মাঝ রাস্তায় তাঁকে মোটরবাইক থেকে নামিয়ে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয় এবং পরে মৃতু্য সুনিশ্চিত করতে তাঁর উপরে বোমা মেরে খুন করা হয় বলে অভিযোগ৷ বোমার শব্দে অনেকেই ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়৷ কেতুগ্রামের বিধায়ক তৃণমূল কংগ্রেসের শেখ শাহনাওয়াজ শেখ মিন্টুকে খুনের জন্য সিপিএমকে দায়ি করেছেন৷ অপরদিকে সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক সেই অভিযোগ অস্বীকার করে এই খুনের পিছনে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীবিবাদ রয়েছে বলে মন্তব্য করেছেন৷ শেখ মিন্টুর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে৷ পুলিশ এই খুনের ঘটনায় শেখ ভুটন নামে এক সিভিক ভলান্টিয়ার ও শেখ সামসুর নামে এক ব্যক্তিকে আটক করেছে৷ সমস্ত বিষয়টির রিপোর্ট নিয়েছে নির্বাচন কমিশন৷
ভোটের দিন সোমবার ১৩ মে সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে ভোট গ্রহণ পর্ব শুরু হতেই রামপুরহাটের বগটুই গ্রামের বালিকা বিদ্যালয়ের ১৪৯ নম্বর বুথে ইভিএম মেশিনে গোলযোগ ধরা পড়ে৷ যা নিয়ে ভোর থেকে ভোটের লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়৷ পরে বেলা সাড়ে ন’টার পরে সেখানে ভোট গ্রহণ শুরু হয়৷ এখানে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ বিবাদে জড়ান তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে৷ সিউড়ির হাটজনবাজারে বিজেপির একটি অস্থায়ী বুথ ক্যাম্প ভেঙে দেওয়ার অভিযোগ আনা হয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে৷ পাঁড়ুই থানার মঙ্গলডিহিতে কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরাই ভোট দিয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে৷ লোহাগড়েও অশান্তির জেরে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে৷ বীরভূম কেন্দ্রের পাইকরেও কেন্দ্রীয়বাহিনীর জওয়ানরা ভোট দিয়ে দিচ্ছিলেন বলে নির্বাচন কমিশন ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়৷ হাঁসনের সাহাপুরের নিমপাখুড়িয়া গ্রামের বুথে বিজেপি কর্মী অসীম পালকে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷
এদিন ভোট চলাকালীন সকাল সাড়ে ন’টার সময় মর্ম্মান্তিক ঘটনাটি ঘটেছে পাইকরের জাজিগ্রামে৷ সেখানকার ২০৩ নম্বর বুথে কর্তব্যরত অবস্থায় মৃতু্য হয়েছে মহেন্দ্র সিং (৪৫) নামে কেন্দ্রীয়বাহিনীর এক জওয়ানের৷ তাঁর বাড়ি উত্তরাখণ্ডে৷ তাঁর সহকর্মী উদয় ঘোষ জানান, মহেন্দ্র সিং ১৯৫ ব্যাটালিয়ানের জওয়ান এ এস আই পদে কর্মরত ছিলেন৷ কর্তব্যরত অবস্থাতেই তিনি অসুস্থবোধ করেন এবং জ্ঞান হারান৷ তাঁকে দ্রুততার সাথে নিয়ে যাওয়া হয় পাইকর হাসপাতালে৷ সেখান থেকে তাঁকে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃতদেহের ময়নাতদন্তের পরে তা তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিকস্তরে সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ তাঁর পরিবারের কাছেও কেন্দ্রীয়বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই মহেন্দ্র সিং-এর মৃতু্য সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে৷