• facebook
  • twitter
Monday, 13 January, 2025

কালিমাটি সমবায়ে জয়ী তৃণমূল

সমবায় সমিতিতে এই জয়ের পর এলাকায় এসেছেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। তিনিও কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে শামিল হন।

ফাইল ছবি

ফের একটি সমবায় সমিতিতে জয় পেল শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার বাঘমুন্ডি ব্লকের বুড়দা-কালিমাটি গ্রাম পঞ্চায়েতের কালিমাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল। এই নির্বাচনের ৬টি আসনেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলাফল প্রকাশ্যে আসতেই আবির খেলায় মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা।

সমবায় সমিতিতে এই জয়ের পর এলাকায় এসেছেন বাঘমুন্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। তিনিও কর্মী সমর্থকদের সঙ্গে উৎসবে শামিল হন। সুশান্ত মাহাতোর কথায়, ‘রাম-বাম জোট করে কোনও কাজই হচ্ছে না। মানুষ এই জোটকে একেবারেই মেনে নেয়নি। বাঘমুন্ডিতে একের পর এক কৃষি সমবায় উন্নয়ন সমিতিতে তারা পর্যুদস্ত হয়েছেন।’ বাম ও গেরুয়া শিবিরের পাশাপাশি এদিন কংগ্রেসকেও একহান নেন বিধায়ক।

গত রবিবার এই ব্লকের ভুরসু-করেঙ সমবায় সমিতির নির্বাচনেও জয় পেয়েছে তৃণমূল। ফল ছিল ৫–১। এছাড়াও তুনতুড়ি-সুইসা সমবায় নির্বাচনেও বাম-রাম জোটকে পরাজিত করে শাসকদল। আগে এই এলাকায় বিজেপির একাধিপত্য প্রতিষ্ঠিত ছিল। সেই এলাকায় তৃণমূল ভালো ফল করায় উচ্ছ্বসিত দলীয় নেতৃত্ব।