• facebook
  • twitter
Wednesday, 4 December, 2024

তৃণমূল বিধায়কদের হোয়াট্স অ্যাপ গ্রুপ, দায়িত্বে অরূপ

২০২৬ সালের আগে দলীয় শৃঙ্খলায় জোর দিতে সোমবার দলের পরিষদীয় বৈঠকের পরেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা।

নিজস্ব গ্রাফিক্স

শাসক দলের পরিষদীয় দলের জন্য একটি হোয়াট্সঅ্যাপ গ্রুপ খোলার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মন্ত্রী অরূপ বিশ্বাসকেই সেই গুরুদায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো। সেই মতো তৈরি করা হয় একটি গ্রুপ। জানা গিয়েছে, গ্রুপের নাম ‘ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি মেম্বার্স’। সূত্রের খবর, গ্রুপের অ্যাডমিন হয়েছেন অরুপ বিশ্বাস। গ্রুপের সদস্য সংখ্যা ২২৫ জন। দলের বিধায়কদের ব্যাপারে এই গ্রুপেই সিদ্ধান্ত জানাবে তৃণমূলের পরিষদীয় দল। এই গ্রুপেই বিধায়করা নিজেদের কথা জানাতে পারবেন।

এই হোয়াট্সঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিধায়কদের কার্যকলাপ মনিটর করা হবে। সঠিক সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং তৃণমূলের অন্দরের শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। সোমবার মুখ্যমন্ত্রী জানান, গ্রুপটির মাধ্যমে জানা যাবে কোন বিধায়ক কখন কোথায় যাচ্ছেন, কী করছেন। ফলে দলের মধ্যে কোনও ধরনের অব্যবস্থাপনা হওয়ার সম্ভাবনা এড়ানো যাবে। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রুপ খোলার তোড়জোড় শুরু হয়ে যায়। সেদিন রাতেই তৈরি হয় হোয়াট্সঅ্যাপ গ্রুপ। মঙ্গলবার বিধানসভার অধিবেশনে দলীয় বিধায়কেরা মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘরে গিয়ে হোয়াটস্অ্যাপ গ্রুপে একে একে নিজেদের নাম অন্তর্ভুক্ত করান।

প্রসঙ্গত, ২০২৬ সালের আগে দলীয় শৃঙ্খলায় জোর দিতে সোমবার দলের পরিষদীয় বৈঠকের পরেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা। জনপ্রতিনিধিদের জনসংযোগে বিশেষ জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। দলের বিধায়কদের উদ্দেশে মমতা বলেন, ‘এমন কোনও মন্তব্য প্রকাশ্যে করবেন না, যাতে দলকে বিব্রত হতে হয়।’