এবার ট্যাব কেলেঙ্কারিতে গ্রেপ্তার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া থেকে তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেপ্তার করেছে বসিরহাট পুলিশ জেলার পুলিশ। ধৃতের নাম ইয়াসিন আলি। তিনি চোপড়ার চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েত এলাকা বাসিন্দা।
চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত একটি সাইবার ক্যাফের মালিক। ধৃতের নাম মেহেবুব আলম। চোপড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাব কাণ্ডে নাম জড়িয়ে পড়ায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নিয়ে দুই জেলার পুলিশ রওনা দিয়েছে।
দিন কয়েক আগেই ট্যাব কাণ্ডে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। হরিশ্চন্দ্রপুরের কনুয়া ভবানীপুর হাইস্কুলের ৩৫ জন ছাত্র-ছাত্রীর ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত শাহজাহান আলম।
২০২১ সাল থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় এতদিন শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হত। এবার একাদশ শ্রেণির পড়ুয়াদেরও এই প্রকল্পের আওতায় যুক্ত করা হয়। স্কুল কর্তৃপক্ষই যোগ্য পড়ুয়াদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরে পাঠানোর ব্যবস্থা করে।
সেই তালিকার ভিত্তিতেই ট্যাবের টাকা পড়ুয়াদের অ্যাকউন্টে জমা পড়ে। যদিও এবছর অনেক পড়ুয়া অভিযোগ করেন, তাদের অ্যাকাউন্টে ট্যাবের কোনও টাকাই ঢোকেনি। পুলিশ জানিয়েছে, ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে মালদহের ১৯৩ জন পড়ুয়ার ট্যাবের ১০ হাজার টাকা ভিন্ন অ্যাকাউন্টে পৌঁছয়। সে অ্যাকাউন্টের উপভোক্তাদের অধিকাংশ সাধারণ মানুষ।