বিডিওকে আইবুড়োভাত খাওয়ালেন তৃণমূল নেত্রী, ভিডিয়ো পোস্ট শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বিডিওকে আইবুড়োভাত খাওয়াচ্ছেন স্থানীয় তৃণমূল নেত্রী। দিচ্ছেন চন্দনের ফোঁটাও,আর ওই নেত্রীকে প্রণাম করছেন বিডিও। পূর্ব বর্ধমানের এই ভিডিয়ো শুক্রবারই পোস্ট করে রাজ্যের শাসকদলকে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, গোটাটাই ‘সৌজন্যের বিষয়’। আর বিডিও রজনীশকুমার যাদবের বক্তব্য, ওই তৃণমূল নেত্রী ‘মায়ের মতো’। তাই প্রণাম করেছেন।

পূর্ব বর্ধমানের বর্ধমান ১ নম্বর ব্লকের বিডিও রজনীশ। খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। তার আগে ‘বিডিও সাহেব’-এর আইবুড়োভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের ভিডিও প্রথমে এক তৃণমূল কর্মী সমাজ মাধ্যমে পোস্ট করেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তারপর তা দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। শুভেন্দুর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, টেবিলের সামনে বিভিন্ন খাবার মালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। পাঞ্জাবি এবং গলায় মালা পরে তৃণমূল নেত্রী তথা বর্ধমান উন্নয়ন পর্ষদ (বিডিএ)-র চেয়ারম্যান কাকলি তা গুপ্তের কাছ থেকে চন্দনের ফোঁটা নিচ্ছেন বিডিও। তারপর ওই নেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। উপস্থিত রয়েছেন এলাকার ‘দাপুটে নেতা’ বলে পরিচিত মানস ভট্টাচার্যও। (যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করা হয়নি ) আইবুড়ো ভাত খাওয়ানোর ভিডিও প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিরোধী শিবির। কীভাবে সরকারি দফতরে একজন প্রশাসনিক আধিকারিকের আইবুড়ো ভাতের অনুষ্ঠান করতে পারেন শাসকদলের নেতা-নেত্রীরা, সেই প্রশ্ন তুলছেন বিরোধী নেতারা।

শুভেন্দু ভিডিও টি পোস্ট করে এক্স হ্যান্ডলে লিখেছেন, “এটা অবাক করার মতো বিষয় নয় যে, রাজ্যের শাসকদল এবং প্রশাসনের মধ্যে থাকা সীমারেখাটা বরাবরই অস্পষ্ট। এবার তা পুরোপুরি মুছে গিয়েছে।” বিডিও অবশ্য জানিয়েছেন, সরকারি দফতরে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হয়নি। যদিও তৃণমূল নেত্রী কাকলির দাবি, কাজ শেষ হওয়ার পর সরকারি দফতরেই আইবুড়ো ভাত পর্বের আয়োজন করা হয়েছিল। শুভেন্দু লিখেছেন, পঞ্চায়েত সমিতির অফিসে এই আয়োজন হয়েছিল। তৃণমূলের এক নেত্রীকে পায়ে হাত দিয়ে প্রণাম করা প্রসঙ্গে বিডিও বলেন, “কাকলি সিনিয়র মানুষ। মায়ের মতো। তাই ওঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেছি। কাকলিও এর মধ্যে অন্যায়ের কিছু দেখেননি।’’


তিনি বলেন, “ছোট ছেলেরা আয়োজন করেছিল।” স্থানীয় বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের কটাক্ষ, “আসলে সরকারি আধিকারিকরা দলদাসে পরিণত হয়েছেন। এটা তার জ্বলন্ত উদাহরণ।” রাজ্য তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস পাল্টা বলেন , “এটা তো সৌজন্যের বিষয়। এতে দোষের কী আছে?”