• facebook
  • twitter
Wednesday, 19 March, 2025

মাধ্যমিক পরীক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ, ধৃত তৃণমূল নেতা-সহ ২

মাধ্যমিক পরীক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাঙড়ের বামনঘাটার।

প্রতীকী ছবি

মাধ্যমিক পরীক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাঙড়ের বামনঘাটার। এই ঘটনায় অভিযুক্ত দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনার কড়া নিন্দা করেছেন। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে জোড়াফুল শিবির। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই নাবালিকার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

স্থামীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে লেদার কমপ্লেক্স থানা এলাকার ভাঙড়ের বামনঘাটায় হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। মহিলাদের দড়ি টানাটানি খেলার সময় মদ্যপ অবস্থায় সেখানে হাজির হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডল। অভিযোগ, তিনি নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ করেন। নাবালিকার জামা কাপড় ছিঁড়ে যায়। কান্নায় ভেঙে পড়ে সে। এরপর বাড়িতে গিয়ে গোটা ঘটনার কথা জানায় নাবালিকা।

গোটা ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য চিরঞ্জিত মণ্ডলের চড়াও হয় নাবালিকার পরিবারের সদস্যরা। সেই সময় চিরঞ্জিত ও তাঁর দলবল নাবালিকার পরিবারের সদস্যদের মারধর করে বলে অভিযোগ। পুলিশ চিরঞ্জিত-সহ ২ জনকে গ্রেপ্তার করেছেন। স্থানীয় তৃণমূল নেতা অনিমেষ মণ্ডল বলেন, অভিযুক্ত ব্যক্তি আমাদের দলেরই পঞ্চায়েত সদস্য হলেও তার এমন আচরণ নিন্দনীয়। আমরা শাস্তির দাবি জানাচ্ছি।

News Hub