• facebook
  • twitter
Sunday, 13 April, 2025

“অর্জুনকে খুন করেছে তৃণমূল”: দিলীপ ঘোষ

দিলীপ ঘোষ বলেন " অর্জুন চৌরাসিযাকে খুন করেছে তৃণমূল। খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎ সরকারের পর আরও এক কর্মী খুন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক।"

Kolkata: West Bengal BJP President Dilip Ghosh addresses a press conference, in Kolkata on Nov 20, 2020. (Photo: IANS)

বেলগাছিযা- কাশীপুর মণ্ডলের যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিযার মৃত্যুকে কার্যত খুন বলেই দাবী করলেন বিজেপি সর্ব-ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন মৃত অর্জুনের বাড়ি যান তিনি।

তার আগে টুইট করে দিলীপ ঘোষ বলেন ” অর্জুন চৌরাসিযাকে খুন করেছে তৃণমূল। খুন করে তাঁকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিজিৎ সরকারের পর আরও এক কর্মী খুন। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক।”

একই দাবি করেছেন মৃত অর্জুনের মা লছমিনা চৌরাসিয়া। তাঁর বক্তব্য, ” ছেলে অনেকদিন ধরেই তৃণমূলের নজরে ছিল। ঘর ছাড়াও হতে হয়েছে।

গতকাল ১১ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। তার পর থেকে আর খোঁজ নেই। সকালে মৃতদেহ থেকে ৫০০ টাকা পকেটে ছিল। এ তো ভাল ছেলেটাকে মেরে দিল।”