বাংলায় ২০১১ সালে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে গত ১৩ বছরে প্রচুর জনমুখী প্রকল্প চালু করেছে সরকার। নারী ও মহিলাদের ক্ষমতায়নে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ছাত্র-যুবদের জন্যও চালু হয়েছে স্কলারশিপ, বিভিন্ন প্রশিক্ষণ। জনগণের উন্নয়নে খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা। বিভিন্ন জনসভায় উন্নয়নের খতিয়ান তুলে ধরতে গিয়ে নেতারা যাতে কোনও ভুলচুক না করেন, সেই জন্য ১৩ বছরের কাজ নিয়ে বই প্রকাশ করতে চলেছে তৃণমূল সরকার।
সূত্রের খবর, ২০১১ থেকে ২০২৪ সালের মে মাস অবধি কাজের তালিকা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার কী কী কাজ করেছে, তার পরিসংখ্যান লিপিবদ্ধ হচ্ছে। স্বাস্থ্য, রাস্তা, জল, খাদ্য-র মতো ক্ষেত্রগুলিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে। রাজ্যের দুই মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি ও ব্রাত্য বসুকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরিসংখ্যান ধরে ধরে শীঘ্রই তৈরি হবে এই বই। ইতিমধ্যেই সেই কাজ শুরু করে দিয়েছেন তাঁরা। ঠিক কবে এই বই প্রকাশিত হচ্ছে, তা অবশ্য জানা যায়নি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধীরা বরাবরই তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্কে ভাঙন ধরানোর চেষ্টা করে আসছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল বিজেপি। কিন্তু আদতে তা বুমেরাং হয়ে যায়। আরও বেশি সংখ্যক মহিলা তৃণমূলের ওপর ভরসা রাখেন। কঠিন আসনে লড়াই করে জয় পান তৃণমূলের একাধিক মহিলা প্রার্থী। তাই মহিলাদের উন্নয়নে ঠিক কতটা কাজ করেছে তৃণমূল সরকার, এই বইতে তা বিশদে থাকবে বলে খবর।
২০২৬-এর বিধানসভা ভোটের প্রচারে এই পরিসংখ্যানকেই হাতিয়ার করতে চান রাজ্যের শাসকদলের নেতারা। শাসক দলের বিধায়ক-সাংসদ-নেতারা এই তথ্য নিয়ে প্রচারে যাবেন। পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের জবাব দিতে বলা হয়েছে দলের তরফে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া নানা পরিসংখ্যানকেও তুলে ধরা হচ্ছে বইতে। এই বই-ই তৃণমূলের প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে।