দল বিরোধী কাজের অভিযোগ তুলে দলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। বহিষ্কৃত দুই নেতা হলেন, মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদার। মণিশঙ্কর ওয়েবকুপার সহ সভাপতি পদে ছিলেন। অপরদিকে প্রীতম তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি পদে ছিলেন। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি বিবৃতি জারি করে জানান, মণিশঙ্কর মণ্ডল ও প্রীতম হালদারকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একাধিক পোস্টার দিতে দেখা গিয়েছিল মণিশঙ্করকে। ‘গেম চেঞ্জার দাদা’ লেখা পোস্টার তিনি সব জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন। সাংসদ পদ থেকে জহর সরকার ইস্তফা দেওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভার বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিলেন মণিশঙ্কর।
পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রীসভায় আনার জন্য প্রকাশ্যে সরব হয়েছিলেন তিনি। এই কাজ করে আরজি কর আবহে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন মণিশঙ্কর। এছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক দলবিরোধী কাজ করার অভিযোগ রয়েছে। মণিশঙ্করের পাশাপাশি প্রীতম হালদারের বিরুদ্ধেও একাধিক দলবিরোধী কার্যকলাপের অভিযোগ ছিল। এর জেরে দল থেকে তাঁকেও বহিষ্কার করা হল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মণিশঙ্কর ও প্রীতমকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন ব্রাত্য বসু।
তৃণমূলের শিক্ষা সেলের দুই শীর্ষ নেতার পাশাপাশি এদিন দলের রাজ্য যুব সম্পাদকের পদ থেকে তরুণ তেওয়ারিকেও বহিষ্কার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে। যুব সভানেত্রী সায়নী ঘোষ এক বিবৃতিতে বহিষ্কারের খবরটি জানিয়েছেন।