বাজেট অধিবেশনের শেষ দু’দিন অনুপস্থিত মন্ত্রী-বিধায়কদের নামের তালিকা তৈরি করছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সোমবার বৈঠক করেন তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান তথা রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দলীয় নির্দেশ অমান্য করে যে সমস্ত বিধায়ক-মন্ত্রী ১৯ এবং ২০ মার্চ অনুপস্থিত থেকেছেন, তাঁদের নামের তালিকা তৈরি করা হবে। সেই তালিকা তৈরির পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবে শৃঙ্খলা রক্ষা কমিটি। তার ভিত্তিতেই পদক্ষেপ করা হবে।
বিধায়কদের পাশাপাশি বেশ কয়েক জন মন্ত্রী দলের ‘হুইপ’ না মেনে ওই দু’দিন অনুপস্থিত ছিলেন। এতে বেশ অসন্তষ্ট দলের হাইকমান্ড। সূত্রের খবর, সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলা হবে। তাঁদের ডেকে পাঠানো হবে বিধানসভায়। কমিটির সদস্যরা অধিবেশনে গরহাজির মন্ত্রীদের যুক্তি শুনবেন। একই সঙ্গে বিধায়কদেরও ডেকে পাঠানো হবে। চলতি সপ্তাহের শেষে আবারও বৈঠকে বসবে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত জানানো হবে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, কত জন অনুপস্থিত ছিলেন, তার তালিকা তৈরি করা হচ্ছে। এর পর বিধায়কদের ডেকে পাঠানো হবে। তাঁদের সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, এখনই এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলব না। ঠিক সময়ে অনুপস্থিত বিধায়কদের নিয়ে যথাযথ সিদ্ধান্ত নেবে দল।
উল্লেখ্য, তৃণমূল পরিষদীয় দলের তরফে বিধায়কদের জানানো হয়েছিল, বাজেট অধিবেশনের শেষ দু’দিন, অর্থাৎ ১৯ এবং ২০ মার্চ সকলকে অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে। অর্থ সংক্রান্ত বিল পাস ও বিরোধীদের কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়। প্রসঙ্গত, সংসদ বা বিধানসভায় হুইপ জারির চল রয়েছে। এই হুইপের মাধ্যমে নিজেদের দলের বিধায়কদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। ‘তিন লাইনের হুইপ’-এ অনুপস্থিত থাকতে নিষেধ করা হয়। ১৯ মার্চ ২১২ জন তৃণমূল বিধায়ক বিধানসভার অধিবেশনে অংশ নিতে এসেছিলেন। কিন্তু বাজেট অধিবেশনের শেষ দিনে তাল কাটে। দলীয় হুইপ অমান্য করে অনুপস্থিত থাকেন পঞ্চাশের বেশি বিধায়ক। বিধায়কদের অনুপস্থিতির জেরে ক্ষুব্ধ হয় তৃণমূল পরিষদীয় দল। সেই বিষয়টি নিয়েই সোমবারের বৈঠক ডাকা হয়েছিল।