শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে আজ রাজভবনে পৌঁছলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল

পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারির দাবিতে আজ রাজভবনে পৌঁছলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল।

প্রসঙ্গত বলা যেতে পারে গতকালও সিজিও কমপ্লেক্সের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল।

উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, সায়নী ঘোষ। পূর্ব মেদিনীপুরের কাঁথি-হলদিয়াতেও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা।


তারপরেই আজ মঙ্গলবার রাজভবনে গেল শাসক দলের প্রতিনিধি দল। বিরোধী দলনেতার গ্রেপ্তারির দাবি নিয়ে তৃণমূল কংগ্রেসের ৮ সদস্য আজ গিয়েছেন রাজ্যপালের কাছে।

এই মুহূর্তে শাসক দলের হাতিয়ার  সারদা কর্তা সুদীপ্ত সেনের বক্তব্য। সারদা কর্তার বক্তব্য কয়েকদিন আগে শেয়ার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে।

তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর যোগাযোগের কথা জানিয়েছিলেন সুদীপ্ত সেন। তারপর থেকেই শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস।

এদিন রাজ্য মন্ত্রিসভার সদস্য ব্রাত্য বসুর নেতৃত্বে ৮ সদস্যের একটি দল আজ রাজভবনে পৌঁছন। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে গিয়েছেন কুণাল ঘোষ, তাপস রায়, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

রাজভবন অভিযানে আজ নন্দীগ্রাম থেকে আসেন ফিরোজা বিবি। আজকের ৮  জনের প্রতিনিধির মধ্যে তিনিও একজন।

উল্লেখ করা যেতে পারে গত ২০০৭ সাল থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেছেন তিনি।

এবার নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে আওয়াজ তুলতে সেই ‘নন্দীগ্রামের মা’কেই সামনের সারিতে তুলে অআনলেন তৃণমূল কংগ্রেস।