কোরামিন দিয়েও তৃণমূলকে বাঁচানো যাবে না: রাহুল সিনহা

বিজেপি নেতা রাহুল সিনহা (File Photo: IANS)

তৃণমূলের প্রার্থী তালিকা ঘােষণা প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা সােমবার খড়গপুরে বলেন, তৃণমূল কংগ্রেস মৃতপ্রায় কোরামিন দিয়েও বাঁচানাে যাবে না প্রার্থী তালিকায় চমক দিয়ে মানুষকে আকৃষ্ট করা যাবে না 

২০২০ সালের আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেন রাহুল সিনহা সেই মন্তব্যের জেরে খড়গপুরের তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা শী খড়গপুর টাউন থানায় রাহুল সিনহার বিরুদ্ধে ৫০৯ নং ধারায় একটি মামলা (কেস নং ২৮৭/২০) দায়ের করেন 

সেই মামলায় সােমবার খড়গপুরের এসিজেএম কোর্টে হাজির হয়ে আত্মসমর্পন করেন রাহুল সিনহা তার আইনজীবী জামিনের আবেদন করেন জামিনের বিরােধিতা করেন সরকারি আইনজীবী এসিজেএম সৌরভ জানা রায় ৫০০ টাকার বন্ড রাহুলের জামিন মঞ্জুর করেন


রাহুল সিনহা বলেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে কালীঘাটে যে দলের জন্ম কালীঘাটেই সেই দল শেষ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছিলেন তৃণমূল তার বক্তব্য বিকৃত করে মামলা দায়ের করেছে নির্বাচনকালে প্রচারে সময় নষ্ট করার লক্ষ্যেই এটা করা হয়েছে 

রাহুলের আইনজীবী শুভজিৎ সিং বলেন, রাহুলবাবু জামিন নেওয়ার জন্য এসিজেএম কোর্টে এসেছিলেন সরকারি এপিপি দেবাশিস মন্ডল বলেন, প্রিয়াঙ্কা শীর অভিযােগের ভিত্তিতে রাহুলবাবুর বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় মামলা রুজু হয় সেই মামলায় হাজির হয়ে জামিনের আবেদন করেন রাহুলবাবু আমি বিরােধিতা করেছিলাম এসিজেএম আবেদনে সাড়া দিয়ে জামিন মঞ্জুর করেছেন 

তৃণমূল নেত্রী প্রিয়াঙ্ক শী বলেন, একজন মহিলা সম্পর্কে এই ধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না তাই অভিযােগ জানিয়েছিলাম ভবিষ্যতেও এই পরিস্থিতি এলে একই কাজ করব